শুরুতেই গুজরাত পাচ্ছে না মিলারকে

আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিন্তু শুরু থেকেই নানান কারণে দলগুলো তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনেককেই পাচ্ছে না। কেউ চোটের জন্য বাইরে তো কারও রয়েছে দেশের হয়ে খেলার প্রতিশ্রুতি। সেই তালিকায় সব থেকে শীর্ষে রয়েছে অবশ্যই কেকেআর। শ্রেয়াস আয়ার চোটের জন্য খেলতে পারবেন না। অন্যদিকে বাংলাদেশ ছাড়ছে না তাদের প্লেয়ারদের। এবার সমস্যায় গুজরাত টাইটান্সও। ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারা দলে পাচ্ছে না ডেভিড মিলারকে। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ রয়েছে বিশ্বকাপের সুপার লিগে। ৩১ মার্চ ও ২ এপ্রিল রয়েছে খেলা। বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন করতে হলে এই দুটো ম্যাচ জিততেই হবে প্রোটিয়াদের।