সল্টলেকের আবাসন থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

দেবাশিস মুখোপাধ্যায় ও শভাদীপ্তা গুহ বিশ্বাস নামে দুই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বেশি রাতে। সল্টলেকের এক অভিজাত আবাসনের ঘটনা। সেখানেই একটি ফ্ল্যাটে থাকছিলেন এই দু’জন। প্রতিবেশিদের জানিয়েছিলেন, চেন্নাই থেকে এখানে কাজে এসেছেন এবং এই মাসের শেষেই ফিরে যাবেন সেখানে। দু’জনেই তথ্য-প্রযুক্তি কর্মী। বাড়ি উত্তরবঙ্গের কোচবিহারে। এদিন সকালে দেবাশিসকে শেষবারের মতো ফ্ল্যাটের বাইরে দেখা গিয়েছিল। তার পর কোনও প্রয়োজনে আবাসনের কেয়ারটেকার তাঁদের ফ্ল্যাটে যান ডাকতে কিন্তু কোনও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত পুলিশকে জানান। বিধাননগর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দু’জনের মৃতদেহ উদ্ধার করেন। ঘরের মধ্যে মেঝেতে পড়েছিল মহিলার দেহ। দেবাশিসের দেহ ঝুলছিল সিলিং থেকে ফাঁস লাগানো অবস্থায়। শুরু হয়েছে তদন্ত।