বৃহস্পতিবার কেরালার কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (এসএআই) হস্টেল থেকে দুই প্রশিক্ষণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন কোঝিকোড়ের বাসিন্দা ১৭ বছর বয়সী সান্দ্রা এবং তিরুবনন্তপুরমের বাসিন্দা ১৫ বছর বয়সী বৈষ্ণবী। ঘটনাটি ঘটে ভোর ৫টার দিকে, তারা ট্রেনিংয়ে যোগ না দেওয়ায় হস্টেল কর্তৃপক্ষ তাদের ঘরে যায় খোঁজ করতে। বারবার ডাকাডাকির পরও কোনও সাড়া না পাওয়ায় কর্মীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দু’জনকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশের মতে, আগের রাতেও অন্যরা এই দু’জনকে একসঙ্গে দেখেছিল। পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণ এখনও অজানা। সান্দ্রা দ্বাদশ শ্রেণিতে পড়ার পাশাপাশি অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ নিচ্ছিল এবং কাবাডি খেলোয়াড় বৈষ্ণবী দশম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ জানিয়েছে, বৈষ্ণবী সাধারণত অন্য একটি ঘরে থাকত, কিন্তু বুধবার রাতে সে সান্দ্রার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং তা শেষ হওয়ার পর মৃতদেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে।