বিয়েটা শেষ পর্যন্ত সেরেই ফেললেন বলিউডের দুই বিখ্যাত তারকা। তাঁদের জীবন নিয়ে জল্পনার ঘাটতি ছিল না কখনওই। কবে তাঁরা বিয়ে করবেন তা নিয়েও ছিল নানা গুঞ্জন। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল ২০২২-এই বিয়ের অনুষ্ঠান সেরে ফেলবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। যদিও তাঁদের তরফ থেকে একদম শেষ মুহূর্তে জানানো হয় সে কথা। বুধবার মেহেন্দির পর বৃহস্পতিবার দুপুরে নিয়ম মেনে বিয়ের অনুষ্ঠান সেরে ফেললেন। বলিউডের তারকা দম্পতির তালিকায় জুড়ে গেল আরও একটা নাম। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তার আগে রণবীর সিং-দীপিকা পাদুকোন। সকলেই সম-সাময়িক সময়েই বলিউডে রাজত্ব করেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডের এক নম্বর নায়িকা আলিয়াই। সে দিক থেকে দেখতে গেলে এখন কিছুটা ব্যাকফুটে রণবীর কাপুর। স্ত্রী ভাগ্যে ভাগ্য ফেরে কিনা এখন সেটাই দেখার।
দেখুন আমূলও সেলিব্রেট করছে আলিয়া-রণবীরের বিয়ে—
View this post on Instagram