সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

গোয়ায় অনুষ্ঠিত গ্রুপ এ-এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল ২০২৫-২৬ সালের এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। দুই দলই একটি জয় এবং দু’টি ড্র-সহ পাঁচ করে পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে গোল পার্থক্যে পিছনে ফেলে গ্রুপেপ শীর্ষে জায়গা করে নেওয়ার সঙ্গেই সেমিফাইনালও নিশ্চিত করেছে। শুধুমাত্র একটি ড্র করার প্রয়োজন থাকা সত্ত্বেও, ইস্টবেঙ্গল বল দখলে রেখে বেশিরভাগ সুযোগ তৈরি করেছিল। ইস্টবেঙ্গলের উইঙ্গার বিপিন সিং-এর হেডার ক্রসবারে লেগে ফেরে, অন্যদিকে স্ট্রাইকার হামিদ আহদাদ একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। তবে, মোহনবাগান কোনও স্পষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে।