সুপার কাপ ২০২৫-২৬ ফাইনালে হার ইস্টবেঙ্গলের

অনেক আশা নিয়েই গোয়ার মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। লক্ষ্য ছিল কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে যে ট্রফি ২০২৪-এ এসেছিল ইস্টবেঙ্গলের ঘরে তা পুনরুদ্ধার করার। কিন্তু শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দিয়েই ভাগ্যের কাছে হার মানতে হল। আকরণ টাইব্রেকার সব সময়ই ভাগ্য। হার মানতে হল গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়ার কাছে। ৯০ মিনিটের ম্যাচ গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের মুখ খুলতে পারেনি কোনও পক্ষই। যার ফলে ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায় টাইব্রেকার। সেখানেও ম্যাচ টাই হয়ে যায় ৪-৪ গোলে। শেষ পর্যন্ত সাডেন ডেথে বাজিমাত এফসি গোয়াল। ৬-৫ গোলে জিতে পর পর দু’বার সুপার জিতে নিল এফসি গোয়া। রানার্স হয়েই একরাশ হতাশা নিয়ে গোয়া থেকে কলকাতায় ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

টাই ব্রেকার— ইস্টবেঙ্গল এফসি-৫ কেভিন সিবিয়ে (গোল), সল ক্রেসপো (গোল), মিগুয়েল ফেরেরা (গোল), মহম্মদ রশিদ (মিস), আনোয়ার আলি (গোল)


 সাডেনডেথ- ১ হামিদ আহদাদ (গোল), পিভি বিষ্ণু (মিস)

টাই ব্রেকার— এফসি গোয়া-৬ বোরহা হেরেরা (মিস), জেভিয়ের সিভেরিও (গোল), দেয়ান দ্রাজিক (গোল), মহম্মদ নেমিল (গোল), ডেভিড টিমোর (গোল)

 সাডেনডেথ- ২উদান্তা সিং (গোল), সাহিল তাবোরা (গোল)