রবিবার সকালে সোদপুরের নাটাগড়ের মহেন্দ্রনগড় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধ দম্পতীর ঝুলন্ত দেহ, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে ৬৫ বছরের শেখর সামন্ত ও তাঁর স্ত্রী ৫৭ বছরের মনিকা সামন্ত এখানেই থাকতেন। তবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা না হত্যা তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিবেশীরাও এমনটাই ইঙ্গিত দিচ্ছেন। প্রয়াত শেখরের ভাই ও ভাইপো খবর পেয়ে সেখানে পৌঁছন। তাঁরা জানান, আর্থিক সমস্যা ছিল না তাঁদের পরিবারে, ছিল না কোনও অশান্তিও। স্নায়ুর সমস্যা ছিল মনিকার। এছাড়া বড় কোনও সমস্যা ছিল না। আত্মহত্যার কোনও কারণ দেখছেন না তাদের পরিচিতরা। ঘোলা থানা দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।