যৌতুক সংক্রান্ত অত্যাচারের অভিযোগে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে অভিযুক্ত এক নববিবাহিত ব্যক্তি নাগপুরের একটি হোটেলের ঘরে আত্মহত্যা করেন। এদিকে, তার মা-ও আত্মহত্যার চেষ্টা করলেও প্রাণে বেঁচে গিয়েছেন বলে পুলিশ শনিবার জানিয়েছে। এই ঘটনাটি দু’টি শহরে ঘটে যাওয়া এবং দু’টি পরিবারকে বিধ্বস্ত করে দেওয়া একটি মামলার মর্মান্তিক পরিণতিকে সামনে তুলে এনেছে। মৃত ব্যক্তির নাম সুরজ শিবান্না, বয়স আনুমানিক ৩৫ বছর এবং তিনি বেঙ্গালুরুর বিদ্যারণ্যপুরা এলাকার বিইএল লেআউটের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে নাগপুরের ওয়ার্ধা রোডের একটি হোটেলে সুরজকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ৬০ বছর বয়সী মা জয়ন্তী শিবান্নাকেও একই কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়, কারণ তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।