শনিবার দুপুরে শহরে আবার বড় আগুন লাগার ঘটনা ঘটল। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কারখানায় তখন জোড় কদমে কাজ চলছিল। প্লাস্টিকের কারখান। তখনই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রায় পুরো কারখানাটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলেই মনে করা হচ্ছে। তবে কর্মীদের তৎপড়তায় কোনও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। কারণ বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যান সেই সময় যাঁরা কাজ করছিলেন ভিতরে। দমকল ও পুলিশের ধারণা সেই সময় কারখানার ভিতরে যে বিদ্যুতের কাজ চলছিল তা থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।