দিল্লি ক্যাপিটালস দলের অন্দরে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মিচেল মার্শসহ এখনও পর্যন্ত ৪ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মার্শকে ভর্তি করতে হয়েছে হাসপাতালেও। এর মধ্যে দিল্লি-পঞ্জাব ম্যাচ পুণে থেকে সরিয়ে আনা হল মুম্বইয়ে। যদি ম্যাচ হয় তাহলে হবে ব্রেবোর্ন স্টেডিয়ামেই। কারণ পুণেতে পৌঁছতে পারেনি দিল্লি দল। তবে তার আগে সকলের আরও একবার কোভিড পরীক্ষা করা হবে। তবে এখনও পর্যন্ত এই ৪ জন বাদে বাকিদের পরীক্ষা ফল নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। এর আগে দলের ফিজিও ও ম্যাসিওর করোনায় আক্রান্ত হয়েছিল।