১০১তম উপগ্রহ উৎক্ষেপণের প্রথম প্রচেষ্টায় ব্যর্থ ইসরো

রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) তাদের ১০১তম উপগ্রহ, EOS-09, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C61) ব্যবহার করে উৎক্ষেপণ করে, কিন্তু কয়েক মিনিট পরেই এটি ব্যর্থ হয়। ১০১তম উৎক্ষেপণটি PSLV-C61 দিয়ে সম্পন্ন হয়, যা EOS-09 নামে একটি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ বহন করে, যাকে একটি সূর্যের সমলয় পোলার অরবিটে (SSPO) স্থাপন করার কথা ছিল। তবে, EOS-09 মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি। ISRO প্রধানের মতে, PSLV 4-পর্যায়ের যান এবং দ্বিতীয় পর্যায় পর্যন্ত কর্মক্ষমতা স্বাভাবিক ছিল। কেন এমনটা হল সেটা এবার অভ্যন্তরিণ বিশ্লেষণের অংশ। তার পরই কিছু‌ জানাতে পারবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।