১২ বছরেই গ্র্যান্ডমাস্টার হয়ে রেকর্ড

ভারতীয় বংশোদ্ভুত মার্কিন দাবাড়ু অভিমন্যু মিশ্র ঘটিয়ে ফেলেছে এমন কাণ্ড। মাত্র ১২ বছর বয়েছে হয়ে গিয়েছেন গ্র্যান্ডমাস্টার। সর্ব কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্বরেকর্ড করে ফেলেছে অভিমন্যু। এতদিন এই রেকর্ড দখলে ছিল রাশিয়ার সের্জেই কার্জাকিনের। সে গ্র্যান্ডমাস্টার হয়েছিল ১২ বছর ৭ মাস বয়সে। তাও ১৯ বছর আগের কথা। এত বছর পর সেই রেকর্ড ভাঙা অভিমন্যুর বয়স এখন ১২ বছর ৪ মাস ২৫ দিন। নিউজির্সিতে থাকে অভিমন্যু। সে হারায় ১৫ বছরের লুকা মেন্ডোজাকে। সঙ্গে তুলে নেয় তিনটি আইএম নর্ম ও ২৫০০ এলো রেটিং। এর আগে আন্তর্জাতিক মাস্টারে সর্ব কনিষ্ঠের রেকর্ড করেছিল প্রজ্ঞানন্দের রেকর্ড ভেঙে। তখন তার বয়স ছিল ১০ বছর ৯ মাস ২০ দিন।