সকলের জন্য ফের খুলছে বেলুড় মঠ। আগামী ১৮ অগস্ট থেকে সর্বসাধারণের জন্য মঠ খোলা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন কর্তৃপক্ষ। সারা দিনে মোট দু’বার— সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত মঠ খোলা থাকবে। তবে, প্রবেশ প্রয়োজন কোভিড টিকা নেওয়ার প্রমাণপত্র। টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই একমাত্র প্রবেশের অনুমতি মিলবে। সঙ্গে রাখতে হবে প্যান অথবা আধার কার্ড। যদি কারও টিকার দু’টি ডোজ না নেওয়া থাকে, সে ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর কোভিড নেগেটিভ রিপোর্ট প্রয়োজন। মঠে ঢুকতে গেলে মানতে হবে সরকারি কোভিড-বিধিও।