৪ রাজ্যের ৫ বিধানসভায় উপনির্বাচন

চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচন ১৯ জুন হবে বলে নির্বাচন কমিশন রবিবার জানিয়েছে। গুজরাটে দু’টি বিধানসভা আসনের পাশাপাশি, কেরালা, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবে একটি করে বিধানসভায় উপনির্বাচন হবে। ভোট গণনা ২৩ জুন। বর্তমান বিধানসভা সদস্য নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে পশ্চিমবঙ্গের কালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন হতে চলেছে। এছাড়া গুজরাটে, বর্তমান বিধায়ক করসনভাই পাঞ্জাভাই সোলাঙ্কির মৃত্যুর পরে কাদি আসনের উপনির্বাচন প্রয়োজন ছিল। বর্তমান সদস্য ভায়ানি ভূপেন্দ্রভাই গান্ডুভাই পদত্যাগ করার কারণে রাজ্যের বিসাবাদর আসনে আরেকটি উপনির্বাচন হচ্ছে। কেরালায়, পি ভি আনোয়ার পদত্যাগ করার কারণে নীলাম্বুর আসনটিতে উপনির্বাচন হবে, অন্যদিকে বর্তমান সদস্য গুরপ্রীত বাসি গোগির মৃত্যুর কারণে পঞ্জাবের লুধিয়ানা আসনে উপনির্বাচন হবে।