৭৯ বছর পর বদল হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর অফিস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন কার্যালয় প্রায় তৈরি, এবং তিনি এই সপ্তাহে মকর সংক্রান্তি অর্থাৎ ১৪ জানুয়ারি সেখান থেকে নিজের কাজ শুরু করতে চলেছেন। নতুন ঠিকানাটি হলো ‘সেবা তীর্থ’ কমপ্লেক্স, যা সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছে। এই কমপ্লেক্সটি প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়কে (এনএসসিএস) স্থান দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, এবং এই তিনটি প্রতিষ্ঠানের প্রতিটির জন্য আলাদা ভবন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় যে নতুন ভবনে স্থানান্তরিত হবে, তার নাম দেওয়া হয়েছে ‘সেবা তীর্থ-১’। এটিতে আধুনিক কর্মক্ষেত্র এবং জমকালো আনুষ্ঠানিক কক্ষ রয়েছে, যা ‘সেবা’ থিমটিকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই স্থানান্তর একটি যুগের অবসান ঘটাবে; ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে এটি সাউথ ব্লকে অবস্থিত ছিল।