এমনিতেই খুব ভাল সময় যাচ্ছে না। সব ম্যাচই এখন মাস্ট উইন। তার মধ্যে Ajinkya Rahane-র চোটে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সঙ্গে ধাক্কা খেল ভারতীয় দলও। সম্ভবত ইংল্যান্ড সফরেও যেতে পারবেন না তিনি। তাঁর চোট বেশ গুরুতর। হ্যামস্ট্রিংয়ে গ্রেড থ্রি চোট রয়েছে তাঁর। শনিবার হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছন নাইটরা। সেই ম্যাচেই চোট পান রাহানে। এবার তাঁকে কাটাতে হবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য। কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ক্রিকেটের মূল স্রোতে ফিরতে পারবেন এখন সেটাই অপেক্ষা।