চন্দ্রগ্রহণ শুরু হবে আর কয়েক মুহূর্ত পরেই, দেখা যাবে সারা ভারত থেকেই

Lunar Eclipse 2025চন্দ্রগ্রহণ

জাস্ট দুনিয়া ডেস্ক: চন্দ্রগ্রহণ শুরু হবে আর কয়েক মুহূর্ত পরেই। মাঝ রাত পেরিয়ে ঠিক ১টা ৩১ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সব মিলিয়ে এই গ্রহণপর্ব প্রায় তিন ঘণ্টার।

এই গ্রহণ কলকাতা-সহ ভারতের সব জায়গা থেকেই দেখা যাবে। ভোরের আলো ফুটে যাবে বলে আংশিক চন্দ্রগ্রহণের শেষ অংশ দেখতে পাবে না অরুণাচল প্রদেশের একটা বড় অংশ। জানা গিয়েছে, মঙ্গলবার মাঝ রাতের পর ভারতীয় সময় রাত ১টা ৩১ মিনিটে আংশিক ওই চন্দ্রগ্রহণ শুরু হবে।


এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

গ্রহণ পিকে পৌঁছবে বুধবার ভোর ৩টা ১ মিনিটে। চাঁদের অর্ধেকেরও বেশি অংশ তখন ঢাকা পড়ে যাবে পৃথিবীর ছায়ায়। তার পরেই আস্তে আস্তে কাটিয়ে উঠবে সে গ্রহণপর্ব। আংশিক গ্রহণ পুরোপুরি শেষ হবে বুধবার ভোর সাড়ে ৪টেয়।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)