আইপিএল ২০১৮, দিল্লির পর রাজস্থান বধ কেকেআর-এর

আইপিএলজয়ের রান নিয়ে কেকেআর-এৱ দুই ব্যাটসম্যানের উচ্ছ্বাস। ছবি-আইপিএল টুইটার

জাস্ট দুনিয়া ব্যুরো: আইপিএল ২০১৮-এর শুরুতে ধাক্কা খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল নাইটরা। সাত বল বাকি থাকতেই সাত উইকেটে জয় ছিনিয়ে জিতে আইপিএল তালিকার শীর্ষে পৌঁছে গেল কেকেআর

ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর পর জয়পুরেও সেই জয়ের ধারা ধরে রাখল শাহরুখের দল। বলে, ব্যাটে বাজিমাত করল র্দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কলকাতা। বুধবার টস জিতে প্রথমে রাজস্থান রয়্যালসকেই ব্যাট করতে পাঠিয়েছিল কার্তিক। শুরুটা মন্দ করেনি রাজস্থান। দুই ওপেনারের ব্যাটে তৈরি হয়ে গিয়েছিল রাজস্থান ইনিংসের ভিত। কিন্তু তা যে যথেষ্ট ছিল না সেটা প্রমাণ হয়ে গেল ম্যাচ শেষ হতেই। ওপেন করতে নেমে ১৯ বলে ৩৬ রানের দারুণ ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁকে যোগ্যসঙ্গত শর্টের। তাঁর ব্যাট থেকে আসে ৪৪ রান।

জয়ে ফিরল কলকাতা কার বিরুদ্ধে

কিন্তু তার পর আর কেউই তেমনভাবে হাল ধরতে পারেননি। পর পর প্যাভেলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন (৭), ত্রিপাঠী (১৫), স্টোকস (১৪), গৌথম (১২), গোপাল (০), কূলকার্ণী (৩)। এই অবস্থায় একাই খানিকটা দায়িত্ব নিয়ে বার বার স্ট্রাইক নেন জোস বাটলার। উনাদকট নামলেও তাঁর একটিও বল খেলার সুযোগ হয়নি। ২০ ওভার শেষে ২৪ রানে অপরাজিত থাকেন বাটলার। দলগত রান আট উইকেটে ১৬০। কেকেআর-এর হয়ে দুটো করে উইকেট নেন রানা ও কুরান। একটি করে উইকেট চাওলা, যাদব ও মাভির।

১৬২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভাল হয়নি কেকেআর-এর। কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার ক্রিস লিন। সেই সময় সুনীল নারিনের সঙ্গে এসে কলকাতা ইনিংসের হাল ধরেন রবিন উথাপ্পা। ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে রান আউট হন নারিন। এর পর উথাপ্পাকে সাহায্য করতে মাঠে নামেন নীতিশ রানা। এই দু’য়ের ব্যাটেই মোটামুটি লক্ষ্যে পৌঁছনোর রাস্তা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। শেষ কাজটি করে যান স্বয়ং অধিনায়ক দীনেশ কার্তিক। উথাপ্পা আউট হন ৪৮ রান করে। অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।

কিন্তু রানার ৩৫ ও কার্তিকের ৪২ রানের সুবাদে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। দু’জনেই অপরাজিত থাকেন। কলকাতার দুটো উইকেটই নেন কৃষ্ণাপ্পা গৌথম। ম্যাচের সেরা হয়েছেন নীতিশ রানা। কলকাতার স্পিনারের দাপটেই রীতিমতো ধরাশায়ী হয় রাজস্থান। সুনীল নারিন চার ওভারে ৪৮ রান হজম করলেও, পীযুশ চাওলা, কুলদীপ যাদব ও নীতিশ রানার  মিলিত ১০ ওভারে মাত্র ৫২ রান দিয়ে চারটি উইকেট নেন।