কমনওয়েলথ গেমস ২০১৮: দ্বিতীয় দিনের শেষে ভারত

কমনওয়েলথ গেমসে ভারতের দিন।

জাস্ট দুনিয়া ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০১৮, বৃহস্পতিবার মীরাবাই চানুর পর শুক্রবার সেই পথেই হাঁটলেন আরও এক মহিলা ভারোত্তলক। তিনিও চানু। ৫৩ কেজি বিভাগে কমনওয়েলথের দ্বিতীয় দিন সোন জিতে নিলেন সঞ্জিতা চানু। গোল্ড কোস্টে ভারতের ভারোত্তলক বিভাগই স্বপ্ন দেখাচ্ছে শুরু থেকে। গত কাল চানুর সোনার সঙ্গে এসেছিল একটি রুপোও। আর এদিন ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ তুলে নিলেন দীপক লাথার।

এই সেই ভেন্যু যেখানে গত বছর কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিয়েছিলেন সঞ্জিতা। এটা যে সঞ্জিতার লাকি ভেন্যু তা প্রমাণ হয়ে গেল। এবার  রেকর্ড করেই সোনা জিতলেন তিনি। স্ন্যাচে ৮৪ কেজির পর ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজিতে থামেন তিনি। মোট ১৯২ কেজি তুলে বাজিমাত সঞ্জিতার। তার পরই লাথার ভারতে চতুর্থ পদকটি এনে দেন।

প্রথম দিনের কমনওয়েলথ গেমসের খবর

১৮ বছরের লাথারের উত্থান হরিয়ানার শাদিপুর গ্রাম থেকে। তার পর পুণের আর্মি স্পোর্টস  ইনস্টিটিউটে য়োগ দেন ডাইভার হিসেবে, এদিন তিনি শেষ করেন ২৯৫ কেজিতে। স্ন্যাচে ১৩৬ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৫৯ কেজি। কিন্তু ৫৮ কেজি বিঘারে ছিটকে যান সরস্বতী রাউত। অন্যদিকে ভারতের জন্য সুখবর নিয়ে আসেন বক্সার নমন তনওয়ার। ৯১ কেজিতে তিনি তানজানিয়ার হারুনা হান্দোবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। খেলার ফল ৩০-২৬, ৩০-২৫, ৩০-২৬, ৩০-২৪, ৩০-২৪।   একই সঙ্গে ৪৯ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন অমিত ফোগত।

কমনওযেলথ গেমস ২০১৮

সাইনা নেহওয়াল

অন্যদিকে, প্রথমদিন হারের মুখ দেখার পর দ্বিতীয় দিন মালয়েশিয়াকে ৪-১এ হারিয়ে নিজেদের জায়গা কমনওয়েলথে টিকিয়ে রাখল ভারতের মহিলা হকি দল। প্রথম দু’টি গোল আসে গুরজিৎ কাউরের স্টিক থেকে। বাকি দুটো গো রানী রামপাল ও লালরেমসিয়ামির। ব্যাডমিন্টনেও ভারত তাদের জয়ের ধারা ধরে রাখল। মিক্স টিম ইভেন্টে ৫-০তে হারিয়েদিল স্কটল্যান্ডকে। মহিলাদের সিঙ্গলসে সাইনা নেহওয়াল হারালেন জুলি ম্যাকফারসনকে। ফল ২১-১৪, ২১-১২। মহিলাদের ডবলসে জিতল অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি জুটি। মেনস ডবলসে জিতল স্বাত্তিক রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। মিক্স জবলসে প্রনব চোপড়া ও সিক্কি রেড্ডিও জিতলেন।

হতাশা অবশ্য স্কোয়াশ শিবিরে। একমাত্র সম্বল বিক্রম মলহোত্রাও ছিটকে গেলেন কমনওয়েথ থেকে। সৌরভ ঘোষাল ও হরিন্দর পাল সিন্ধুও ছিটকে গেলেন। মহিলাদের বিভাগে জোসনা চিনাপ্পা অবশ্য পৌংচে গেলেনকোয়ার্টার ফাইনালে। কিন্তু সবাইকে চমকে হেরে গেলেন দীপিকা পাল্লিকাল। লন বলেও হারের মুখ দেখতে হল ভারতে। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে স্বপ্ন দেখাচ্ছেন বালার প্রনতি দাস। শনিবার তিনি নামবেন পদকের লক্ষ্যে। আর এক প্রনতি, প্রনতি নায়েক ব্যাক্তিগত ভল্ট ইভেন্টের ফাইনাল নামবেন রবিবার।