কমনওয়েলথ গেমস ২০১৮: তিন নম্বরে শেষ করল ভারত

কমনওয়েলথ গেমস ২০১৮শেষ হল ২০১৮ কমনওয়েলথ গেমস।

জাস্ট দুনিয়া ডেস্ক:  কমনওয়েলথ গেমস ২০১৮, শেষ হল দারুণভাবেই। ভারত ধরে রাখল তার তিন নম্বর জায়গা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে ছাপিয়ে যাওয়া হল না ভারতীয় অলিম্পিক দলের। ২৬টি সোনা, ২০টি রুপো ও ২০টি ব্রোঞ্জ নিয়ে ভারত তৃতীয়। এটাই ভারতের সফলতম কমনওয়েলথ গেমস না হলেও এশিয়ান গেমসের জন্য বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গেলেন প্রতিযোগীরা। ভারতের সব থেকে সফল কমনওয়েলথ অবশ্য ২০১০ দিল্লি। সে বার ১০১দি পদক জিতেছিল। দ্বিতীয় সেরা ২০০২ ম্যানচেস্টার, ছিল ৬৯টি পদক।

২০১২ সালের অলিম্পিক ব্রোঞ্জ আর আমার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছনোর পরেই থাকবে কমনওয়েলথ গেমসের এই সোনা। এটা আমার বাবা-মায়ের জন্য উপহার।— সাইনা নেহওয়াল।

শেষ দিন গোল্ড কোস্ট মাতালেন ভারতের দুই ব্যাডমিন্টন কন্যা সাইনা নেহওয়ালপিভি সিন্ধু। শেষ দিন সাতটি পদক এল ভারতের ঘরে। মোট পদক ৬৬। সাইনা-সিন্ধু পদক জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই যখন দু’জনেই মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গিয়েছিল। ব্যাডমিন্টননে এ দিন ছিল অল-ইন্ডিয়া ফাইনাল। আর সেই ফাইনালে সিন্ধুকে স্ট্রেট সেটে হারিয়ে বাজিমাত সাইনার। খেলার ফল ২১-১৮, ২৩-২১। এঅ নিয়ে সাইনার ঝুলিতে এল দ্বিতীয় কমনওয়েলথ সোনা। সিন্ধু সন্তুষ্ট থাকতে হল রুপো নিয়েই।

কমনওয়েলথ গেমসের আরও খবর

ভারতের শেষ দিন শুরু হয়েছিল টেবল টেনিস দিয়ে। ব্রোঞ্জ পদকের জন্য মিক্স ডবলসের লড়াই ছিল ভারতীয়দের মধ্যেই। সেখানে মনিকা বাত্রা-সাথ্যিয়ান গানাসেকরনের জুটি হারিয়ে দেয় শরথ কম-মৌমা দাস জুটিকে। এর পরই সেই প্রত্যাশিত সাইনা-সিন্ধু লড়াই। সাইনাদের ম্যাচ শেষ হতেই ছিল আরও এক ভারতীয়র সামনে নিজের এক নম্বর স্থান পাওয়ার পর পদকের লড়াই। তিনি ব্যাডমিন্টনের কিদাম্বি শ্রীকান্ত। সদ্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। তিনি পুরুষদের ফাইনালে নেমেছিলেন মালয়েশিয়ান লি চোং উইয়ের বিরুদ্ধে। কিন্তু সোনা জেতা হল না কিদাম্বির। কারারা স্পোর্টস এরিয়ান প্রথম গেম জিতে নিয়েছিলেন কিদাম্বি। কিন্তু পরের দুটো হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল এক নম্বর ব্যাডমিন্টন তারকাকে। খেলার ফল ১৯-২১, ২১-১৪, ২১-১৪।

কমনওয়েলথ গেমস ২০১৮

এ ছাড়া টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতে বাজিমাত করলেন মনিকা বাত্রা। সিঙ্গাপুরের মেংইউ ইউকে ১১-৭, ১১-৬, ১১-২, ১১-৭ এও হারিয়ে দিলেন। ১-৬ পিছিয়ে পড়েছিলেন শুরুতে সেখান ঘুরে দাঁড়ানো কাকে বলে বুঝিয়ে দিলেন মনিকা।

ভারতের কমনওয়েলথ গেমস শেষ হল ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস দিয়ে। সেই ম্যাচের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাত্তিক রানকিরেড্ডি  চিরাগ শেট্টি জুটি। কিন্তু ইংল্যান্ডের মার্কাস এলিস ও ক্রিস ল্যান্ডরিজ জুটির কাছে ১৩-২১, ১৬-২১এ হেরে রুপো পেয়েই শেষ করতে হল ভারতকে। মহিলাদের ডবলসে অশ্বিনি পোনাল্পা ও এন সিক্কি জুটি ব্রোঞ্জ জেতেন।