৪ কোটির প্রতারণা ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে

রাহুল দ্রাবিড়রাহুল দ্রাবিড়

জাস্ট দুনিয়া ডেস্ক: গত ১২ মার্চ পুলিশে অভিযোগ জানান রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুরই একটি ইনভেস্টমেন্ট সংস্থা বিক্রম ইনভেস্টমেন্টের বিরুদ্ধে। সেই অভিযোগে রাহুল জানান, তিনি এই সংস্থায় ২০ কোটি টাকা রেখেছিলেন। লক্ষ্য ছিল বড় সুদের। কিন্তু সময় পেড়িয়ে গেলেও রাহুল দ্রাবিড় সুদ তো পানইনি বরং মূল টাকাও পুরো ফেরত পাননি। এখনও পর্যন্ত তাঁকে ফেরত দেওয়া হয়েছে ১৬ কোটি। বাকি চার কোটি। অনেকবার সেই টাকা চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ করতে বাধ্য হন তিনি।

রাহুল দ্রাবিড়ের অভিযোগের পরেই সামনে চলে এসেছে এই সংস্থার কেলেঙ্কারির আরও কাহিনী। যা প্রায় ৫০০ কোটি টাকা।

ইন্দিরানগর থানায় তাঁর অভিযোগে লেখা রয়েছে, তিনি ২০কোটি টাকা এই সংস্থায় ইনভেস্ট করেছিলেন বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে। কিন্তু পেয়েছেন ১৬ কোটি। অভিযোগ ইন্দিরানগর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বনশঙ্করী পুলিশের কাছে। তারাই এর তদন্ত করছে। রাহুল দ্রাবিড়ের অভিযোগের পরেই সামনে চলে এসেছে এই সংস্থার কেলেঙ্কারির আরও কাহিনী। যা প্রায় ৫০০ কোটি টাকা।

আগেই বেঙ্গালুরু পুলিশ এই সংস্থার মালিক রাঘবেন্দ্র শ্রীনাথকে গ্রেফতার করেছিল। গ্রেফতার হয়েছিলেন সংস্থার এজেন্ট সূত্রম সুরেশ, নরসিমহামূর্তি, কেসি নাগরাজ ও প্রহ্লাদকে। যাদের দ্বারা প্রতারিত হয়েছেন প্রায় ৮০০ মানুষ। এদের মধ্যে সূত্রম সুরেশ বেঙ্গালুরুর একজন নামি ক্রীড়া সাংবাদিক। এই সাংবাদিকের কথায় বিশ্বাস করেই রাহুল দ্রাবিড় ওই সংস্থায় টাকা রাখতে সম্মত হয়েছিলেন। যা খবর শুধু রাহুল দ্রাবিড় নন, তাঁর শিকার সাইনা নেহওয়াল ও প্রকাশ পাদুকোনের মতো তারকা ব্যাডমিন্টন প্লেয়ারও। পোঞ্জি স্কিমে টাকা রেখেছিলেন সকলেই।

বিসিসিআই সঠিক তদন্ত করুক, অনুরোধ শামির

পুলিশ জানিয়েছে, ‘‘এদের সকলকেই পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। এই পুরো দল প্রায় ৩০০ কোটি টাকার ঘোটালা করেছে। সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।’’ পুলিশের দাবি, ধৃত ব্যাক্তি সব বিনিয়োগকারীদের নাম জানিয়েছে। সেই অফিসারের নামও জানিয়েছে যিনি সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ খবর রাখতেন। এই সংস্থার দাবি ছিল যা বিনিয়োগ করবে তার ৪০ শতাংশ ফেরত পাবেন। মানুষ সেটাই বিশ্বাস করেছিল।

এবার সরাসরি বিসিসিআই-এর সঙ্গে যোগাযোগ করলেন হাসিন

রাহুল দ্রাবিড়, প্রাক্তন এই ভারতীয় ব্যাটসম্যান এই মুহূর্তে ভারতীয় যুব দলের কোচ। তাঁর হাত ধরেই সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতীয় ক্রিকেটের সব থেকে ক্লিন ম্যান বলেই খ্যাত তিনি। সেই রাহুল দ্রাবিড়ের এমন ভুল সিদ্ধান্তের খবরে ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু ক্রিকেট দুনিয়াই নয়, এই তালিকায় রয়েছেন দু’জন ব্যাডমিন্টনের বড় নামও। যা খবর বেরিয়ে আসতে পারে আরও বড় নাম।