ভারত বনাম ইংল্যান্ড: নিয়মরক্ষার ম্যাচে কুককে গার্ড অফ অনার ভারতীয় দলের, টস হারের রেকর্ড বিরাটের

ভারত বনাম ইংল্যান্ড

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড সিরিজ আগেই হেরে গিয়েছে ভারত। পঞ্চম টেস্ট দুই দলের কাছেই নিয়মরক্ষার হলেও ভারতের সামনে মর্যাদার। আর অন্য দিকে ইংল্যান্ড চাইবে জিতেই অ্যালেস্টার কুককে বিদায় দিতে। কিন্তু ভারতের ইংল্যান্ড সফরের শেষ ম্যাচের শুরুটা হল বন্ধুত্বপূর্ণ ভাবেই। বরং কুকের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে আবেগে ভাসল ভারতীয় দলও।

শুক্রবার ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এই টেস্ট সিরিজের পাঁচটি ম্যাচেই টস জিতলেন রুট। গত ২০ বছরে এই প্রথম কোনও অধিনায়ক সিরিজের সব ক’টি ম্যাচে টস জিতলেন। এর আগে এই রেকর্ড ছিল ১৯৯৮-৯৯এ অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্ক টেলরের। ভারতের বিরুদ্ধে সিরিজের সব ম্যাচে টস জেতার কৃতিত্বে তাঁর আগে ১৯৪৮-৪৯এ এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের জন গোদার্ডের ও ১৯৮২-৮৩তে ক্লাইভ লয়েডের।

তবে বিরাট কোহালিই শুধু ভারত অধিনায়ক নন যিনি সব টস হারলেন। তার আগে লালা অমরনাথ ও কপিল দেবেরও এই রেকর্ড রয়েছে। ভারতের একমাত্র অধিনায়ক পতৌদি, যাঁর ঝুলিতে রয়েছে সিরিজের সব ম্যাচে টস জয়ের কৃতিত্ব। টস হারতে হারতে ক্লান্ত বিরাট কোহলি তো এ দিন টস হেরে বলেই ফেললেন, ‘‘আমার টস জিততে হলে এ বার কয়েনের দুই পিঠেই হেড রাখতে হবে।’’

বিদায়ী ম্যাচে ব্যাট হাতে শুরুটা এ দিন ভালই করে দিয়েছিলেন কুক। বুমরার বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ১৯০ বলে ৭১ রান। ৮টি বাউন্ডারিও হাঁকান তিনি। আর এক ওপেনার জেনিংস অবশ্য ২৩ রান করেই ফিরে যান জাডেজার বলে লোকেশ লাহুলকে ক্যাচ দিয়ে। এর পর জো রুট ও বেয়ারস্টো খাতা না খুলে ফিরে যান প্যাভেলিয়নে। রুটকে বুমরা ও বেয়ারস্টোকে ইশান্ত শর্মা প্যাভেলিয়নে ফেরান। কিছুটা হাল ধরার চেষ্টা করেন মইন আলি। ৫০ রান করেন তিনি।

বিরাট কোহলি কখনও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন! 

ভারতীয় বোলাররা ইংল্যান্ড ব্যাটসম্যানদের বেশ চাপেই রেখেছেন শুরু থেকে। খুব মন্থর রান আসছে ব্যাটে। ৭৪ ওভারে এসে ১৫০ রানের গণ্ডি পেড়িয়েছে ইংল্যান্ড। প্রথম দিনের খেলার শেষে ইংল্যান্ড ১৯৮/৭। এর মধ্যেই কুকের বিদায়ের সঙ্গে ভারতীয় টেস্ট জার্সিতে অভিষেক হয়ে গেল হনুমান  বিহারীর। তাঁর হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দিলেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলি। তিনি দলে এলেন হার্দিক পাণ্ড্যর জায়গায়। দলের আরও একটি পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। আনফিট রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে আনা হয় রবীন্দ্র জাডেজাকে।

ইংল্যান্ড অবশ্য একদিন আগেই দল ঘোষণা করে দিয়েছিল। উইনিং কম্বিনেশন ভাঙতে না চাওয়া ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট আগের ম্যাচের দলই ধরে রেখেছে এই ম্যাচে। কিন্তু ব্যাট হাতে শুরুটা খুব একটা মনোগ্রাহী হল না। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বাটলার ও রশিদ। ভারতের হয়ে তিনটি উইইকেট নিলেন ইশান্ত শর্মা। দুটো করে উইকেট বুমরা ও জাডেজার।