জাস্ট দুনিয়া ডেস্ক: নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম টেস্টে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ১৩২ রানে পরাজিত করেছে। যার ফলে শনিবার টিম ইন্ডিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা নিশ্চিত করার দিকে এক ধাপ এগিয়ে গেল। রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নেন। সঙ্গে ব্যাট হাতে দারুণ সফল রোহিত শর্মা, জাডেজা ও অক্ষর প্যাটেল। যার ফলে ভারত তিন দিনের মধ্যে ম্যাচ নিজের দখলে নিয়ে নেয়। এই জয়ের সঙ্গে ভারত চার ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গগেল, এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও একধাপ এগিয়ে গেল। দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবল—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google