এশিয়ান গেমস ২০১৮: প্রথম দিন বজরংয়ের সোনা, ছিটকে গেলেন সুশীল

বজরং পুনিয়া

জাস্ট দুনিয়া ডেস্ক:  এশিয়ান গেমস ২০১৮ , ইন্দোনেশিয়ায় ভারতের শুরুটা হয়েছিল জোড়া ব্রোঞ্জ দিয়ে। পালেমবাংয়ে দিনের শুরুতেই ব্রোঞ্জ এল  অপূর্বী চান্ডিলা ও রবি কুমারের হাত ধরে। শুটিংয়ের মিক্স ডবলস ইভেন্টে বেশ কিছু ভুল ভ্রান্তি করে শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়ে সন্তষ্ট থাকতে হল এই শুটার জুটিকে। একই ইভেন্টে ছিটকে গেল মনু ভাকর ও অভিষেক ভর্মা জুটি।

এর পর ৬৫ কেজি বিভাগে দিনের সেরা পুরস্কারটি এনে দিলেন কুস্তিগীর বজরং পুনিয়া। এশিয়ান গেমসের প্রথম সোনা এল প্রথম দিনই। উজবেকিস্তানের সিরোজিদ্দিন খাআসানোভকে ১৩-৩, তাজিকিস্তানের ফাইজিভ আবদুলকোসিমকে ১২-২ ও মোঙ্গোলিয়ার বাতমাগনি বাচুলুকে ১০-০তে হারিয়ে সোনা জয়ের ম্যাচ খেলতে নেমেছিলেন বজরং।

ফাইনালে জাপানের তাকাতানি দাইচি ১০-৮ এ হারিয়ে বাজিমাত হরিয়ানার এই কুস্তিগীরের। সোনা জিতে বজরং বলেন, ‘‘কুস্তিতে ভারতের সোনা খুবই কম। সে কারণে আমার কাছে এটা বড় প্রাপ্তি। এক বছরে কমনওয়েলথ আর এশিয়াডে যোগেশ্বর ও রাজিন্দর সিং সোনা জিতেছে শুধু। আমি তৃতীয়। স্বাভাবিকভাবেই আমি গর্বিত।’’

কবিতা ঠাকুর , জীবনের অনেকটা সময় কেটেছে বাবার ওই ছোট্ট ধাবার হেশেলে

কিন্তু এই আনন্দের মধ্যেই বড় ধাক্কা সুশীল কুমারের ছিটকে যাওয়া। জোড়া অলিম্পিক পদক জয়ী সুশীল হেরে যাওয়ার পর বলেন, ‘‘আমি এটা আশা করিনি। ৫৭ কেজি বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন আমার পাশে বসে বলছিল ও হেরে গিয়েছে। আমি ওকে বললাম আমিও। এটা খেলার অঙ্গ। আমি আবার ফিরব।’’

অন্যদিকে, অপূর্বী আর রবি কুমারের থেকেও সোনার আশা ছিল। কিন্তু ৪৮ শটের ফাইনালে চিন তাঁদের পিছনে ফেলে দেয়। ভারতের মোট স্কোর ৪২৯.৯।  অপূর্বীর জন্য এটাই প্রথম এশিয়ান গেমস পদক। সোমবার নিশ্চই ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যাক্তিগত ইভেন্টে পদকের জন্যই নামবেন অপূর্বী।

মেয়েদের হকিতে আয়োজক দেশ ইন্দোনেশিয়াকে ৮-০তে হারিয়ে শুরু করে দিলেন গুরজিৎ কাউররা। ব্যাডমিন্টন টিমের শুরুটা জয় দিয়েই হল এ দিন। কিদাম্বি শ্রীকান্ত প্রথম ম্যাচে মালদ্বীপের হুসেন জায়ানকে ২১-৪, ২১-৫এ হারিয়ে দেন। দ্বিতীয় ম্যাচে প্রণয়ের কাছে ২১-৮, ২১-৬ এ হার মানে মহম্মদ সরিম। শেষ ম্যাচে সাই প্রনিথ ২১-৭, ২১০৮এ হারিয়ে দেন মহম্মদ আফজানকে। কবাডিতে পুরুষ দল শ্রীলঙ্কাকে ও মহিলা দল বাংলাদেশকে হারিয়েই যাত্রা শুরু করে দিল রবিবার।