অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯: তারকা পতন রজার ফেডেরারের হার

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯হারের পর প্রতিপক্ষের সঙ্গে রজার ফেডেরার

জাস্ট দুনিয়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯ এ শেষ হয়ে গেলে রজার ফেডেরারের স্বপ্নের দৌড়। হ্যাটট্রিকের স্বপ্ন নিয়েই মরসুম শুরু করেছিলেন ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী ফেডেরার। স্বাভাবিক ছন্দেই শেষ ১৬তে পৌঁছেছিলেন তিনি। কিন্তু শেষ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে হারতে হল তঁকে। রবিবার রড লেভার এরিনায় টুর্নামেন্টের ১৪তম বাছাই ২০ বছরের গ্রিসের স্টেফানোস তিতসিপাসের কাছে হারতে হল রজরার ফেডেরারকে। খেলার ফল  ৭-৬ (১৩/১১), ৬-৭ (৩/৭), ৫-৭, ৬-৭ (৫/৭)।

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯ এর শেষ ১৬-তে খেলার ফলই বলে দিচ্ছে রড লেভার এরিনা এ দিন জমে উঠেছিল অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াইয়ে। এই ম্যাচ চলে তিন ঘণ্টা ৪৫ মিনিট। ম্যাচ জিতে ২০ বছরের রজারের প্রতিপক্ষ তিতিসিপাস বলেন, ‘‘এই জয় ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই আমাদের। এই মুহূর্তে আমি বিশ্বের সব থেকে সুখি মানুষ। রজার আমাদের খেলায় সেরা তারকা। তার প্রতি আমার সম্মান রয়েছে। স্বপ্ন সফল হল।’’

এর আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রাফায়েল নাদাল। তিনি হারালেন টমাস বাদরিচকে। তিনি জিতলেন ৬-০, ৬-১, ৭-৭ (৭/৪)-এ। একই দিনে অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯ থেকে ছিটকে গেলেন মারিয়া শারাপোভা। তিনি অ্যাশল বার্টির কাছে হারলেন ৬-৪, ১-৬, ৪-৬-এ। পেত্রা কিতোভা পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে। জিতলেন ৬-২, ৬-১-এ।

(খেলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)