বিশ্রী হার, র‌্যাঙ্কিংয়েও ধরাশায়ী ভারতের ক্রিকেটাররা, ব্যাতিক্রম শুধু অশ্বিন

বিশ্রী হার, র‌্যাঙ্কিংয়েও ধরাশায়ী

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্রী হার, র‌্যাঙ্কিংয়েও ধরাশায়ী । এক কথায় ভারতীয় দলের জন্য সেটব্যাক। পর পর দুই টেস্টে হার। তার উপর দ্বিতীয় টেস্টে তো মুখ থুবড়ে পড়া। ইনিংসে হার। সব ডিপার্টমেন্টে চূড়ান্ত ফ্লপ। প্রাক্তনদের সমালোচনা। বিশ্ব ক্রিকেটে প্রশ্ন? এটাই কি সেই এক নম্বর টেস্ট দল? তার উপর একসঙ্গে সবাই মিলে নেমে যাওয়া টেস্ট র‌্যাঙ্কিংয়ে। সব মিলে সময়টা খুবই খারাপ যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। এর মধ্যে ব্যাতিক্রম হয়ে ধরা দিয়েছেন অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি টেস্ট ব্যাটিংয়ে অনেকটাই উত্থান ঘটিয়েছেন লর্ডস টেস্টের দুই ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করে।

কিন্তু রবিবার রাতে ভারতের হারের পর যে ভাবে সমালোচনার ঝড় উঠেছে প্রাক্তন মহলে তাতে বলতেই হয় এর পরও যদি ভারতীয় দল নিজেদের শুধরে না নেয় তা হলে বিপদ আছে। কেউ বলছেন হতাশাজনক পারফর্মেন্স আবার কেউ বলছেন এই ভুল থেকে শিক্ষা নিতে হবে ভারতীয় দলকে। এটাই আসল সময়। কেউ পরিস্থিতিতে দায়ী করছেন। কেউ হিসেব দিয়েছেন কত ওভার ব্যাট করছে সাকূল্যে ভারত। কারও এখন থেকেই ভাবতে হবে ভাতীয় দল নিয়ে।

বিষেন সিংহ বেদী বলেছেন, ‘‘লর্ডসে হতাশাজনক ভারত। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই জানেন সমস্যাটা আসলে কোথায়।’’ লক্ষ্মণ আবার মনে করছেন ভুল থেকেই শিক্ষা নেবে ভারতীয় দল। লক্ষ্মণ লেখেন, ‘‘কোনও একটা পরিস্থিতিতে আটকে গিয়েছে দল। লর্ডসে ভারতের হার দেখে সবাই কী বলছে আমি জানি না কিন্তু আমার আশা দ্রুত শিক্ষা নেবে এবং বাকি ব্যাটসম্যানরা নিজেদের শুধরে নিয়ে সেই মতো খেলবে।’’

দ্বিতীয় টেস্টেও হার ভারতের 

এর মধ্যেই খবর এসেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসনে থাকা স্টিভ স্মিথ বিরাটকে ছাপিয়ে উঠে এসেছেন টেস্ট ব্যাটিংয়ের এক নম্বরে। এমনটা কী করে সম্ভব। তিনি তো খেলছেনই না। আসলে নেমে গিয়েছেন বিরাট। প্রথম টেস্টে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি করার পর জায়গা করে নিয়েছিলেন এক নম্বরে। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ২৩ ও ১৭ রান করে আবার দ্বিতীয় স্থানে ফিরে গিয়েছেন। এমনই অবস্থা টেস্ট ব্যাটিংয়ের যে এই বছরের প্রথম দিক থেকে নির্বাসনে যাওয়া একজন ব্যাটসম্যান থেকে যাচ্ছে শীর্ষে।

এই ভারতীয় দলকে এক হাত নিয়েছেন বীরেন্দ্র সহবাগ। তিনি লিখেছেন, ‘‘খুব খারাপ খেলল ভারত। যদিও যখন দল ভাল খেলে না তখন তার পাশে থাকা উচিত। কিন্তু কোনও লড়াই ছাড়াই এই হার হতাশাজনক। আশা করি এই পরিস্থিতি থেকে ঘুরে দাড়াবে ভারত।’’ মহম্মদ কাইফ বলেন, ‘‘দুই ইনিংসে ভারত ৮২ ওভার ব্যাট করেছে। ভুল থেকে ওরা শিখছে না সেটা খুব হতাশাজনক। সব ডিপার্টমেন্টেই উবে গিয়েছে ভারত।’’ বিনোদ কাম্বলি বলেন, ‘‘আমরা খুব রক্ষনাত্মক ছিলাম। ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে ভাবতে হবে।’’

প্রায় সব ভারতীয় দলের ক্রিকেটাররাই নেমে গিয়েছেন র‌্যাঙ্কিংয়ে। একমাত্র রবিচন্দ্রন অশ্বিন বাদে। তিনিই যা ব্যাতিক্রম। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৬৭ থেকে ৫৭তে উঠে এসেছেন তিনি। কারণ দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকেই এসেছিল সর্বোচ্চ রান ২৯ ও অপরাজিত ৩৩। অল-রাউন্ডারের তালিকায়ও তিনি উঠে এসেছেন তিনে। এটাই যা প্রাপ্তি ভারতীয় দলের।