জাস্ট দুনিয়া ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের মাঝেই জোড়া দল ঘোষণা করে দিল বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটো টেস্ট ও ওডিআই-র দল একই সঙ্গে জানিয়ে দেওয়া হল। যেখানে চমকের মতো এল লোকেশ রাহুলের নামের পাশ থেকে সহ-অধিনায়কের তকমাটা সরে যাওয়া। আবার কারও নামের পাশে সেটা বসলও না। যদিও লোকেশ রাহুলের ব্যাটে ক্ষরা চলছে অনেকদিনই। সেটাই হয়তো দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে মনে করিয়ে দিতে চাইল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।
অন্যদিকে রোহিত শর্মাকে অধিনায়ক করে একদিনের দল ঘোষণা করলেও, বিসিসিআই জানিয়ে দিল প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পাণ্ড্যেকে। রঞ্জি ট্ৱফিতে দুরন্ত পারফর্মেন্স ও দলকে চ্যাম্পিয়ন করে ভারতের দুই দলেই জায়গা করে নিলেন জয়দেব উনাদকর।
দেখে নিন ভারতের টেস্ট ও ওডিআই দল—
India’s squad for 3rd & 4th Test vs Australia
Rohit Sharma (C), KL Rahul, S Gill, Cheteshwar Pujara, Virat Kohli, KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, Axar Patel, Kuldeep Yadav, R Jadeja, Mohd Shami, Mohd Siraj, Shreyas Iyer, Suryakumar Yadav, Umesh Yadav, Jaydev Unadkat
— BCCI (@BCCI) February 19, 2023
India’s ODI squad vs Australia
Rohit Sharma (C), S Gill, Virat Kohli, Shreyas Iyer, Suryakumar Yadav, KL Rahul, Ishan Kishan (wk), Hardik Pandya (VC), R Jadeja, Kuldeep Yadav, W Sundar, Y Chahal, Mohd Shami, Mohd Siraj, Umran Malik, Shardul Thakur, Axar Patel, Jaydev Unadkat
— BCCI (@BCCI) February 19, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google