জাস্ট দুনিয়া ডেস্ক: ইংল্যান্ড শিবিরে এটা একটা বড় ধাক্কা। ভারতের বিরুদ্ধে সিরিজ শেষ হয়েছে রবিবারই। মঙ্গলবার ইংল্যান্ডের ওডিআই সিরিজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগেই ইংল্যান্ড দলের বিশ্বস্ত অল-রাউন্ডার বেন স্টোকস (Ben Stokes Retired) জানিয়ে দিলেন, মঙ্গলবারই হতে চলেছে তাঁর শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ। ৫০ ওভারের ম্যাচ থেকে অবসর নিলেন তিনি। মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। টুইট করে তাঁর অবসরের কথা জানিয়ে দিলেন স্টোকস। সেখানে তিনি দীর্ঘ বার্তা দেন।
সেখানে তিনি লেখেন, ‘‘আমি একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছি মঙ্গলবার ডারহামে। এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডের হয়ে খেলা প্রতিটি মুহূর্তকে ভালবাসি। আমাদের একটা অসাধারণ চলা ছিল।’’
তিনি জানিয়ে দিলেন, তাঁর ব্যর্থতার জন্যই তিনি সরে দাঁড়াচ্ছে দল থেকে। তিনি লেখেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া যতটা কঠিন ছিল, ততটা কঠিন ছিল না এই সত্যিটাকে স্বীকার করা যে আমি এই ফর্ম্যাটে নিজের ১০০ শতাংশ আমার সতীর্থদের জন্য দিতে পারছি না। যে ইংল্যান্ডের শার্ট পরেছে তাঁর থেকে এর থেকে কম আশা করা যায় না। তিন ফর্ম্যাটে খেলাটা আমার জন্য সম্ভব হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি অন্য কারও জায়গা দখল করে রেখেছি।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google