জাস্ট দুনিয়া ডেস্ক: মনে করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির এটিই শেষ আইপিএল। এর পরও হয়তো তিনি থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে অন্য কোনও ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। আর সেই কথা মাথায় রেখেই চেন্নাই সুপার কিংসের জন্য এবারে আইএসএল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক এবং প্লেয়ার ধোনি যেন জিতেই শেষ করতে পারেন তাঁর কেরিয়ার। যে কারণে দল নির্বাচনে কোনও কার্পন্য করেনি টিম ম্যানেজমেন্ট। কিন্তু বাধ সাধছে বেন স্টোকসের হাঁটুর চোট।
ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে ইংল্যান্ডের এই অলরাউন্ডার আইপিএল ২০২৩-এর শুরু থেকে বল করতে পারবেন না। আপাতত তাঁকে ব্যাটসম্যান হিসেবেই পাবে দল। ১৬.২৫ কোটি দিয়ে গত ডিসেম্বরে তাঁকে কিনেছিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। তবে পরের দিকে বোলার স্টোকসকে পেলেও পেতে পারে চেন্নাই। সদ্য নিউজিল্যান্ড সফরে পুরোপুরি ফিট ছিলেন না তারকা এই অলরাউন্ডার। দু‘ওভার বল করার পরই সমস্যায় পড়েন তিনি। সেদিনই তিনি বলেছিলেন, ‘‘আমি মিথ্যে কথা বলব না, এটা জেনে খুব হতাশ লাগছে যে আমি যেভাবে পারফর্ম করতে চাই আমি সেটা করতে পারছি না।’’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড স্টোকসের স্বাস্থ্যের দিকে পুরোপুরি নজর রেখেছে। চেষ্টা করা হচ্ছে জুনে অ্যাশেজের আগের যেন তাঁর খেলার চাপ কমানো যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য তিনিই। তিনিই টেস্ট দলের অধিনায়ক। তাই তাঁকে নিয়ে বোর্ড কোনও ঝুঁকি নিতে চাইবেন না, এটাই স্বাভাবিক। চেন্নাই ফিজিওদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছে ইংল্যান্ড বোর্ড।
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হাসি বলেন, ‘‘স্টোকস ব্যাটসম্যান হিসেবে শুরু করবে। বোলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। হাঁটুতে ইনজেকশন নেওয়ার পর এই সপ্তাহে খুব হালকা বল করেছে। আমার মনে হচ্ছে ও খুব বেশি বল করতে পারবে না প্রথম কিছু ম্যাচে। সেটা হয়তো কয়েক সপ্তাহ, আমি ১০০ শতাংশ নিশ্চিত নই। তবে আশা করছি টুর্নামেন্টের কোনও একটা সময় ওকে আমরা বল করাতে পারব।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google