Brazil Team: বিশ্বকাপের দলে বড় চমক কোচ তিতের

Brazil Team

জাস্ট দুনিয়া ডেস্ক: সোমবার বিশ্বকাপ ২০২২-এর জন্য দল ঘোষণা করে দিলেন ব্রাজিল কোচ তিতে (Brazil Team:)। তাঁর এই দলে বেশ কিছু চমক রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই—

ব্রাজিল

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল/ইএনজি), এডারসন (ম্যানচেস্টার সিটি/ইএনজি), ওয়েভারটন (পালমেইরাস);

ডিফেন্ডার: দানি আলভেস (পুমাস/মেক্স), দানিলো (জুভেন্টাস/আইটিএ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস/আইটিএ), অ্যালেক্স টেলেস (সেভিলা/ইএসপি), ব্রেমার (জুভেন্টাস/আইটিএ), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই/এফআরএ), থিয়াগো সিলভা (চেলসি/ইএনজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ/ইএসপি);

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম);

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি/এফআরএ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ইএসপি), রিচার্লিসন (টটেনহ্যাম/ইএনজি), রাফিনহা (বার্সেলোনা/ইএসপি), রড্রিগো (রিয়াল মাদ্রিদ/ইএসপি), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড/ইএনজি), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল/ইএনজি), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল/ইএনজি), পেড্রো (ফ্ল্যামেঙ্গো)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle