জাস্ট দুনিয়া ডেস্ক: করোনা লড়াইয়ে ক্রিকেটাররা দেশের পাশে আগেও দাঁড়িয়েছেন। সবারটা সব সময় সামনেও আসেনি। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার মধ্যেই দেশের মাটিতে চলছে আইপিএল। তা নিয়ে সমালোচনার শেষ নেই। সাধারণ মানুষ থেকে সমাজের বড় বড় নামকে দেখা যাচ্ছে সেই সমালোচনায় গা ভাসাতে। তার মধ্যেই আইপিএল খেলে অর্জিত টাকা করোনা লড়াইয়ে দিচ্ছেন ক্রিকেটাররা। সেই তালিকায় শুক্রবার নাম জুড়ে গেল শিখর ধাওয়ান, জয়দেব উনাদকট ও নিকোলাস পুরানের।
এর আগেই প্যাট কামিন্স ৫০ হাজার ডলার ও ব্রেট লি ১ বিট কয়েন দিয়ে ভারতের করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আইপিএল দল রাজস্থান রয়্যালস। নিজে সদ্য করোনা থেকে সেরে উঠেছেন সচিন তেন্ডুলকর, তিনিও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। যাতে আরও অক্সিজেনের সরবরাহ বাড়ানো যায় তার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন সচিন।
শুক্রবারই এগিয়ে এলেন শিখর ধাওয়ান। তিনি ২০ লাখ টাকা দান করলেন। এ ছাড়া আইপিএল-এর বাকি ম্যাচ খেলে যে টাকা তিনি রোজগার করবেন তার পুরোটাই তিনি কোভিড টিকিৎসার খাতে দান করবেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘‘বহু বছর আপনারা আমাকে ভালবাসা দিয়েছেন এবার আমার কিছু ফিরিয়ে দেওয়ার পালা। যাঁরা সামনে থেকে কাজ করছেন তাঁদের কুর্নিশ। আপনাদের ঋণ শোধ করা সম্ভব নয়।’’
— Shikhar Dhawan (@SDhawan25) April 30, 2021
I am contributing 10% of my IPL salary towards providing essential medical resources for those in need. My family will make sure it reaches the right places. Jai Hind! pic.twitter.com/XvAOayUEcd
— Jaydev Unadkat (@JUnadkat) April 30, 2021
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জয়দেব উনাদকট। তিনি টুইটে লেখেন, ‘‘এই কঠিন সময়ে চিকিৎসার জন্য আমি আমার আইপিএল থেকে প্রাপ্ত টাকার ১০ শতাংশ দান করছি। সেই টাকা সঠিক জায়গায় পৌঁছে দেবে আমার পরিবার। জয় হিন্দ।’’
আইপিএল থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ দেওয়ার কথা ঘোষণা করেছেন নিকোলাস পুরান। তিনি লেখেন, ‘‘অতিমারিতে বিশ্বের অনেক দেশই বিপর্যস্ত। কিন্তু ভারতের অবস্থা অনেকবেশি কঠিন। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমি সচেতনতার প্রসারের পাশাপাশি অর্থ সাহায্য করতে চাই।’’
(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)