হাসপাতালে মিলখা সিং, তবে অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ছেলে জীব

প্রয়াত মিলখা সিং

জাস্ট দুনিয়া ডেস্ক: হাসপাতালে মিলখা সিং, তবে সুস্থই আছেন তিনি, জানিয়েছেন পুত্র জীব মিলখা সিং। ৯১ বছরের অ্যাথলিট মিলখা সিং-এর গত ২০ মে করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। জ্বর ও সামান্য কিছু উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছিলেন। তবে সুস্থই ছিলেন তিনি। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু হঠাৎই শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করায় তাঁকে তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি ঠিকই আছেন। কিন্তু সোমবার সকালে প্রবল শ্বাসকষ্ট হওয়ায় আর ঝুঁকি নেয়নি তাঁর পরিবার।

ছেলে গলফার জীব মিলখা সিং সেই সময় ছিলেন দুবাইয়ে। কিন্তু বাবার কোভিড আক্রান্ত হওয়ার খবর শুনে দেশে ফিরে আসেন শনিবারই। তিনি ফিরে আসায় পরিবারে কিছুটা স্বস্তি আসে। সোমবার থেকে মিলখা সিংয়ের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়।

জীব বলেন, ‘‘রবিবার থেকে বাবার শরীর খারাপ হতে শুরু করে। শ্বাসকষ্টের সঙ্গে প্রচুর বমিও হতে থাকে। খাওয়া-দাওয়া একদম বন্ধ হয়ে যায়। তাই আমরা আর ঝুঁকি না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারদের তত্বাবধানে থাকলে সঠিক চিকিৎসা হবে সময় মতো। হাসপাতালে ভর্তি করার পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সুস্থ আছেন তিনি।’’

জীব জানিয়েছেন, এত বয়স হলেও শারীরিক ও মানসিকভাবে দারুণ ফিট এশিয়াডে জোড়া সোনা জয়ী অ্যাথলিট। ক্রীড়াবিদ থাকার ফল অবশ্যই। এই বয়সেও ফিট থাকা মানে খুবই নিয়ম মেনে জীবন কাটান তিনি। তবে চিন্তার কারণ একটাই ভ্যাকসিন নেননি মিলখা সিং। সুস্থ হয়ে ফিরলে সেটাই সবার প্রথম কাজ বলে মনে করছেন জীব।

প্রথম ঢেউয়ের সময় কোভিড ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পিতা-পুত্র। এবার পিতার দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশ। জীবের বিশ্বাস সেই প্রার্থণাই কাজে লাগবে আর তাঁর বাবা তথা দেশের সম্পদ মিলখা সিং দ্রুত সুস্থ হয়ে ফিরে যাবেন বাড়িতে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)