জাস্ট দুনিয়া ডেস্ক: সৌরাষ্ট্রের ক্রিকেটার অভি বারোত ২০১৯-২০ রঞ্জি ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রতিভাবাণ ক্রিকেটার। খেলেছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেরক হয়েও। অধিনায়কও ছিলেন ভারতীয় যুব দলের। তাঁর ক্রিকেট কেরিয়ারে তিনি গুজরাত ও হরিয়ানারও প্রতিনিধিত্ব করেছেন। বাড়িতেই অসুস্থ বোধ করলে তাঁকে শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বাড়িতে তাঁর মা ছাড়াও রয়েছেন স্ত্রী। স্ত্রী সন্তান সম্ভবা। প্রথম সন্তান নিয়ে অভিও নিজে উচ্ছ্বসিত ছিলেন।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শা পিটিআইকে বলেন, ‘‘যখন অভি অসুস্থ হয়ে পড়ে তখন বাড়িতেই ছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খুব হাসিখুশি ছেলে ছিল ও। আমিই ওকে সৌরাষ্ট্র দলে নিয়ে এসেছিলাম হরিয়ানা থেকে।’’
তিনি আরও বলেন, ‘‘অভির বাবা প্রয়াত হয়েছিলেন ৪২ বছর বয়সে। ও বাড়িতে এখন মা ও গর্ভবতী স্ত্রী রয়েছে। ওৱ মৃত্যু মেনে নিতে আমার সময় লাগবে।’’ গত সপ্তাহেই স্থানীয় ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। ডান হাতি ব্যাটসম্যান অভি অফ-ব্রেকস বলও করতেন। শা বলেন, ‘‘আমি এখনও ভাবতে পারছি না। ওর বয়স মাত্র ২৯। গত সপ্তাহেই রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট জীবন ট্রফিতে খেলে গিয়েছিল। আমি ওকে তখন বলেছিলাম তুমি রান পাচ্ছে ধরে খেল। কিন্তু ও আমাকে বলে, ‘জয়দেব ভাই আমাদের এটা জিততেই হবে।’’’
অভি বারোত ৩৮টি প্রথমশ্রেনীর ম্যাচ খেলেছেন। ৩৮টি লিস্ট-এ ম্যাচ এবং ২০টি ডোমেস্টিক টি২০ ম্যাচ খেলেছেন। তিনি ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁর ঝুলিতে ছিল ১৫৪৭ প্রথমশ্রেনীর রান। লিস্ট-এ-তে করেছিলেন ১০৩০ রান এবং টি২০-তে তাঁর রান ৭১৭। অভি বারোতের মৃত্যু সৌরাষ্ট্র ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। সৌরাষ্ট্রের হয়ে তিনি ২১টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেন। ১৭টি লিস্ট-এ এবং ১১টি টি২০ ম্যাচও খেলেন। ২০১১-তে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন তিনি। তার আগে মুস্তাক আলি ট্রফিতে ৫৩ বলে ১২২ রান করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)