জাস্ট দুনিয়া ডেস্ক: ইতিমধ্যেই ভারতের ঘরে এসেছে তিনটি সোনা। সবগুলোই এসেছে ভারোত্তলনে। মোট ছ’টি পদক এসেছে ভারত্তোলনে। গেমসের শুরু থেকেই ভারতকে স্বপ্ন দেখাচ্ছে ভারোত্তলন (CWG 2022 Day 4 India)। এখনও আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে ভারোত্তলনে যেখান থেকে আরও পদক আসার সম্ভাবনা রয়েছে ভারতের ঘরে। এছাড়া গেমসের চতুর্থদিন আরও অনেকগুলো ইভেন্টে নামছে ভারতীয় প্রতিযোগীরা। দেখে নিন আজ কাঁরা নামছেন—
লন বোল (দুপুর ১টা)-– মহিলাদের চারটি সেমি-ফাইনাল
ভারোত্তোলন (দুপুর ২টো)- পুরুষদের ৮১ কেজি (অজয় সিং), মহিলাদের ৭১ কেজি (হারজিন্দর কৌর)
জুডো (দুপুর ২.৩০) — পুরুষদের ৬৬ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ১৬ (জসলিন সিং সাইনি বনাম ভানুয়াতুর ম্যাক্সেন্স কুগোলা), পুরুষদের ৬০ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ১৬ (বিজয় কুমার যাদব বনাম উইনসলে গঙ্গায়া), মহিলাদের ৪৮ কেজি কোয়ার্টার ফাইনাল বনাম হরকাবিশিলা বোনফেস), মহিলাদের ৫৭ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ১৬ (সুচিকা তারিয়াল বনাম রিতা রবিন্দ)
সাঁতার (দুপুর ৩.৫১ মিনিট) — পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই হিট ৬ (সাজন প্রকাশ), পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই সেমিফাইনাল (সাজন প্রকাশ, রান ১২.২৭), পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনাল (শ্রীহরি নটরাজ, রাত ১.০৭ মিনিট)
ব্যাডমিন্টন (দুপুর ৩.৩০ ও রাত ১০টা)- মিক্স টিম সেমিফাইনাল
স্কোয়াশ (বিকেল ৪.৩০) — মহিলাদের একক প্লেট কোয়ার্টার ফাইনাল (সুনয়না সারা কুরুভিলা বনাম TBD), মহিলাদের একক কোয়ার্টার ফাইনাল (কানাডার জোশানা চিনপ্পা বনাম হলি নটন, সন্ধ্যা ৬টা), পুরুষদের একক কোয়ার্টার ফাইনাল (সৌরভ ঘোষাল বনাম গ্রেগবান, লোগল্যান্ডের সৌরভ ঘোষাল সন্ধে ৬.৪৫)
বক্সিং (বিকেল ৪.৪৫) — ৪৮-৫১ কেজির বেশি (রাউন্ড অফ ১৬, অমিত পাঙ্গল বনাম নামরি বেরি), ৫৪-৫৭ কেজির বেশি (১৬ রাউন্ড, হুসামুদ্দিন মোহাম্মদ বনাম মোহাম্মদ সেলিম হোসেন, সন্ধে ৬টা), ৭৫-৮০ কেজির বেশি ( রাউন্ড অফ ১৬, আশীষ কুমার বনাম ট্র্যাভিস তাপাতুয়েতোয়া, রাত ১টা)
সাইক্লিং (বিকেল ৬.৩২)– মহিলাদের কেইরিন প্রথম রাউন্ড (ত্রিয়াশা পল, সুশিকলা আগাশে, ময়ূরী লুটে), পুরুষদের ৪০ কিমি পয়েন্ট রেস কোয়ালিফাইং (নমন কপিল, ভেঙ্কাপ্পা কেঙ্গালাগুট্টি, দিনেশ কুমার, বিশাজিৎ সিং, সন্ধে ৬.৫২), পুরুষদের ১০০ মিটার টাইম ট্রায়াল ফাইনাল (রোনালদো লাইটনজাম, ডেভিড বেকহ্যাম, রাত ৮.০২ মিনিট), মহিলাদের ১০ কিমি স্ক্র্যাচ রেসের ফাইনাল (মীনাক্ষী, রাত ৭.৩৭ মিনিট)
হকি (রাত ৮.৩০ মিনিট) — পুরুষদের পুল বি — ভারত বনাম ইংল্যান্ড
টেবিল টেনিস (রাত ১১.৩০) — পুরুষ দলের সেমিফাইনাল (ভারত বনাম নাইজেরিয়া)
প্যারা-সাঁতার (রাত ১২.৪৬) — পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল (নিরঞ্জন মুকুন্দন, সুয়শ নারায়ণ, যাদব)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google