জাস্ট দুনিয়া ডেস্ক: পঞ্চম দিনে পা দিয়ে কমনওয়েলথ গেমস ২০২২। ইতিমধ্যে পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। সব থেকে বেশি পদক এখনও এসেছে ভারোত্তলন থেকে। স্বপ্ন দেখাচ্ছে অন্যান্য খেলাও। যত দিন যাচ্ছে ভারতের পদক তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পদক। দেখে নেওয়া যাক এদিন কাঁরা নামছেন ভাগ্য পরীক্ষায় (CWG 2022 Day 5 India)।
লন বোল (দুপুর ১টা)-– মহিলাদের জোড়া রাউন্ড ১ (ভারত বনাম নিউজিল্যান্ড), মহিলাদের ট্রিপল রাউন্ড ১ (ভারত বনাম নিউজিল্যান্ড, দুপুর ১ টা), পুরুষদের একক রাউন্ড ১ (মৃদুল বোরগোহাইন বনাম নিউজিল্যান্ডের শ্যানন ম্যাকিলরয়, বিকেল ৪.১৫), মহিলাদের চারটি স্বর্ণপদকের ম্যাচ (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, বিকেল ৪.১৫), পুরুষদের চার রাউন্ড ১ (ভারত বনাম ফিজি, রাত ৮.৪৫), মহিলাদের ট্রিপল রাউন্ড ২ (ভারত বনাম ইংল্যান্ড, রাত ৮.৪৫)
ভারোত্তোলন (দুপুর ২টো)– মহিলাদের ৭৬ কেজি (পুনম যাদব), পুরুষদের ৯৬ কেজি (বিকাশ ঠাকুর, সন্ধে ৬.৩০), মহিলাদের ৮৭ কেজি (ঊষা বান্নুর এনকে, রাত ১১টা)
অ্যাথলেটিক্স (দুপুর ২.৩০)– পুরুষদের লং জাম্প কোয়ালিফাইং রাউন্ড (মুরালি শ্রীশঙ্কর, মুহাম্মদ আনিস ইয়াহিয়া), পুরুষদের হাই জাম্প কোয়ালিফাইং রাউন্ড (তেজস্বিন শঙ্কর, রাত ১২.০৩), মহিলাদের ডিসকাস থ্রো ফাইনাল (সীমা পুনিয়া, নভজিত কৌর ধিল্লন, রাত ১২.৫২)
অ্যাকোয়াটিকস (দুপুর ৩.০৪) — পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক হিট ২ (শ্রীহরি নটরাজ), পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল হিট ১ (অদ্বৈত পৃষ্ঠা, বিকেল ৪.১০), পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল হিট ২ (কুশাগরা রাওয়াত, বিকেল ৪.২৮)
শৈল্পিক জিমন্যাস্টিকস (সন্ধে ৫.৩০) — পুরুষদের ভল্ট ফাইনাল (সত্যজিৎ মন্ডল), পুরুষদের সমান্তরাল বার ফাইনাল (সাইফ সাদিক তাম্বোলি, সন্ধে ৬.৩৫)
টেবিল টেনিস (সন্ধে ৬টা)- মিশ্র দলের স্বর্ণপদক ম্যাচ (ভারত বনাম TBD)
হকি (সন্ধে ৬.৩০)– মহিলাদের পুল এ ভারত বনাম ইংল্যান্ড
স্কোয়াশ (রাত ৮.৩০) — মহিলাদের প্লেট সেমিফাইনাল (সুনয়না সারা কুরুভিলা বনাম ফাজিয়া জাফর), পুরুষদের একক সেমিফাইনাল (সৌরভ ঘোষাল, রাত ৯.১৫)
ব্যাডমিন্টন (রাত ১০টা)- মিশ্র দলের ফাইনাল
বক্সিং (রাত ১১.৪৫) — ৬৩.৫-৬৭ কেজি রাউন্ড অফ ১৬, রোহিত টোকাস বনাম ঘানার আলফ্রেড কোটে
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google