Dhoni-Kapil At US Open: উপভোগ করলেন দীর্ঘতম ম্যাচ

Dhoni-Kapil At US Open

জাস্ট দুনিয়া ডেস্ক: সুযোগ পেলেই ক্রিকেটাররা চলে যান অন্য কোনও খেলা দেখতে। ক্রিকেট খেললেও অনেক ক্রিকেটারেরই আগ্রহ রয়েছে বিভিন্ন খেলায়। যেমন অনেক ভারতীয় ক্রিকেটারকেই দেখা যায় টেনিসের আসরে। সে তিনি সচিন তেঙ্গুলকর হোক বা সুনীল গাভাস্কার। এবার ইউএস ওপেনের মঞ্চ আলোকিত করতে দেখা গেল ভারতের দুই প্রাক্তন অধিনায়ককে। বসেছিলেন একই রো-য়ে। সাক্ষী থাকলেন ইউএস ওপেনের দীর্ঘতম ম্যাচের। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেই সময় চলছিল কালোর্স আলকারেজ ও ইয়ানিক সিনারের ম্যাচ। টান টান উত্তেজনার ম্যাচ চলে ৫ ঘণ্টা ১৫ মিনিট। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব (Dhoni-Kapil At US Open)। দু’জনেই ধরা পড়ে যান ইউএস ওপেনের ক্যামেরায়। পরে ইউএস ওপেনের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পাবলিশ করা হয়। দেখে নিন সেই ভিডিও—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle