রবিবার জোড়া সাফল্য ভারতের, ক্রিকেটে সিরিজ জয়ের সঙ্গে এল দীপার সোনা

রবিবার জোড়া সাফল্য ভারতেররোহিত শর্মা-দীপা কর্মকার।

জাস্ট দুনিয়া ডেস্ক: রবিবার জোড়া সাফল্য ভারতের । বিশ্বকাপ ফুটবলের বাইরে বেরিয়ে দেশের জয়ের স্বাদ পেল ভারতবাসী। রবিবার বিশ্বকাপের কোনও খেলা ছিল না। কিন্তু ইংল্যান্ডের ব্রিস্টলে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছিল ভারতীয় ক্রিকেটের টি২০ দল। আর অন্যদিকে, তুরস্কের মারসিনে দু’বছর পর নিজেকে ফিরে পেতে নেমেছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার।

দুরন্ত প্রত্যাবর্তন তো ঘটালেনও দীপা সঙ্গে সোনা দিয়েই সোনার দৌড় আবার শুরু হয়ে গেল তাঁর। অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে। তাই তৃতীয় ম্যাচ ছিল কার্যত ফাইনাল। সেখানেই বাজিমাত টিম বিরাটের।

অলিম্পিকে অনেক আশা জাগিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল দীপাকে। তার পর চোটের জন্য অনেকদিন বাইরে ছিলেন। প্রায় দু’বছর পর ফিরলেন বিশ্ব স্তরের প্রতিযোগিতায়। রবিবার তুরস্কে আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্য়ালেঞ্জ কাপে সোনা জিতে দেশকে গর্বিত করলেন দীপা। সোনা জিতে নিজের যোগ্যতা প্রমাণ করলেন দীপা। এটাই দীপার প্রথম ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ।

ভারতের সিরিজ জয়।

অন্যদিকে, এ দিন একা হাতে ভারতকে টানলেন ওপেনার রোহিত শর্মা। তাঁর ৫৬ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত। তার আগে চার উইকেট তুলে নিয়ে আস্থার মান রেখেছেন হার্দিক পাণ্ড্যে।  যদিও এ দিনও ফ্লপ শিখর ধবন, লোকেশ রাহুল।

এ দিন প্রথমে দীপার স্কোর খুব ভাল হয়নি। তবে মোট স্কোর ছিল ১৪,১০০। দ্বিতীয় পর্বে সেটা অনেকটাই উন্নতি করেন। যেখানে তিনি তুলে নেন ১৪.২০০ (৫.৬০০+৮.৬০০)। মোট স্কোর ১৪,১৫০ করে সেরা তিনি। ইন্দোনেশিয়ার রিফদা ইরফানালুথফি ১৩.৪০০ স্কোর করে রুপো জেতেন। ব্রোঞ্জ জেতেন স্থানীয় গোকসু উকতাস। তাঁর স্কোর ১৩.২০০।

বিদায় রাশিয়া-সুইডেন, বাজিমাত ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

রবিবার ব্রিস্টলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। প্রথমে ব্যাট করে দুই ওপেনার জেসন রয় (৬৭) ও জোস বাটলার (৩৪) ইংল্যান্ডকে শক্ত ভিতে পৌঁছে দিয়েছিলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অ্যান্ড্রু হেলসের ৩০ রানের সুবাদে ইংল্যান্ডের রান নির্ধারিত ওভারে পৌঁছে যায় ১৯৮/৯এ।

দীপার সোনা জয়।

ভারতের হয়ে চার উইকেট নিলেন হার্দিক পাণ্ড্যে। জোড়া উইকেট সিদ্ধার্থ কলের। একটি করে উইকেট নিলেন চাহার ও উমেশ। এ দিন ভারতের জার্সিতে টি২০ অভিষেক হল চাহারের। শিখর, লোকেশ ফ্লপ হওয়ার পর শেষ পর্যন্ত সেই বিরাট কোহলি এসে হাল ধরলেন রোহিতের সঙ্গে। ২৯ বলে ৪৩ রান করলেন তিনি। বাকিটা রোহিতের সঙ্গে সহজেই করে ফেললেন হার্দিক পাণ্ড্যে। তাঁর ব্যাট থেকে এল ১৪ বলে অপরাজিত ৩৩ রান। ১৮.৪ ওভারে ২১৩/৩ করে জয় তুলে নিল ভারত। ম্যাচের সেরা রোহিত শর্মা।

এর মধ্যেই দীপার সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। তিনি টুইট করে দীপাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অলিম্পিকের পর এসিএল চোটের জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল দীপার। ভেবেছিলেন কমনওয়েলথ গেমসে ফিরবেন। কিন্তু রিহ্যাব সম্পূর্ণ না হওয়ায় গোল্ড কোস্টে নামতে পারেননি তিনি। সামনে এশিয়ান গেমস। তার আগে এই জয় দীপার প্রস্তুতিতে অনেকটাই কাজে লাগবে। আর ভারতীয় ক্রিকেট দলের সামনে কঠিন ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে দলের।