Durand Cup 2025 Derby কোয়ার্টার ফাইনালেই, আইএফএ-কে চিঠি মোহনবাগানের

Durand Cup 2025 Derby

Durand Cup 2025 Derby নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে ওই একটাই ম্যাচ, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। যা নিয়ে উত্তাল হয় বাংলার ফুটবল। গত মরসুমে ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। এবার তাই তা নিয়ে উত্তেজনা আরও অনেকবেশি। তবে গ্রুপ পর্বে দুই দল আলাদা আলাদা গ্রুপে থাকায় সেই সম্ভাবনা আগেই খারিজ হয়ে গিয়েছিল। এর পর মনে করা হয়েছিল কোনওভাবে কোয়ার্টার ফাইনালে ডার্বি যদি হয়ে যায়। কিন্তু বাধ সাধল গ্রুপ-এ-তে শীর্ষে ইস্টবেঙ্গল ও গ্রুপ-বি-তে শীর্ষে মোহনবাগান শেষ করায়। সাধারণত একের সঙ্গে দু’য়ের খেলা হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালেও ডার্বি হওয়ার সম্ভাবনা কম মনে হলেও শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ১৭ অগস্ট সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান।

ড্রয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে তেমনটা হচ্ছে না। নিয়ম অনুযায়ী গ্রুপ-এ-র এক নম্বরের সঙ্গে গ্রুপ-বি-র দুই নম্বরের খেলা হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে খেলতে হবে ডায়মন্ড হারবারের সঙ্গে। যেহেতু গ্রুপ-বি থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতার এই দল। আর সেক্ষেত্রেও ডার্বি হওয়ার সম্ভাবনা ছিল না। তবে কোন ইকুয়েশনে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে তা ডুরান্ড কমিটিই জানে।


এই পরিস্থিতিতে সবাই চাইবে ফাইনালে মুখোমুখি হোক দুই দল। তবে তার পুরোটাই নির্ভর করছে দুই দলের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ফলের উপর। দুই দলই দারুণ ফর্মে রয়েছে। শেষ ম্যাচে যখন মোহনবাগান ডায়মন্ড হারবারকে ৬ গোল দিয়েছে তখন আর্মি দলকে ইস্টবেঙ্গল দিয়েছে ৫ গোল। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেত তো বটেই। যা দেখার জন্য মুখিয়ে থাকে কলকাতার ফুটবলপ্রেমী জনতা।

এদিকে কলকাতা ফুটবল লিগ নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। বুধবারই মেসারার্সের বিরুদ্ধে খেলা রয়েছে মোহনবাগানের। কিন্তু আইএফএ-কে চিঠি দিয়ে মোহনবাগান জানিয়ে দিয়েছে তারা এই ম্যাচ খেলবে না। তাদের বক্তব্য দুটো টুর্নামেন্ট এক সঙ্গে খেলার ফলে প্লেয়াররা ক্লান্ত, তাঁদের বিশ্রাম প্রয়োজন। তাই ডুরান্ড শেষ না হওয়া পর্যন্ত তারা কলকাতা লিগ খেলবে না। এদিকে আইএফএ জানিয়ে দিয়েছে, কোনও কারণেই কলকাতা লিগের সূচি পরিবর্তন হবে না। মোহনবাগান না পৌঁছলে প্রতিপক্ষ দলকে ওয়াক ওভার দেওয়া হবে। এবার দেখার মোহনবাগান কী করে!

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle