Kolkata League: গ্রুপ পর্বেই‌ ডার্বি, জেনে নিন ২৬ দলের কে কোন গ্রুপে

আসন্ন Kolkata League-এ একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার মানে গ্রুপ পর্বেই এবার ডার্বি দেখার সুযোগ পাচ্ছেন দুই প্রধানের সমর্থকরা। এক কথায় দেখতে গেলে তুলনামূলকভাবে কঠিন গ্রুপ এ। যে গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান থাকবে সেই গ্রুপের বাকি দলগুলোর যে রাতের ঘুম উড়তে চলেছে তা নিয়ে কোনও সংশয় নেই। তবে গ্রুপ বি-ও যে খুব সোজা হবে না তা তালিকা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। সেই দলের প্রতিনিধিত্ব করছে মহমেডান ও ডায়মন্ড হারবারের মতো দল। দুই গ্রুপের লড়াই যে হাড্ডহাড্ডি হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিমত নেই।

জুনের শেষ থেকেই শুরু হয়ে যাবে কলকাতা প্রিমিয়ার লিগ। তার আগে বুধবার ক্যালকাটা রোয়িং ক্লাবে বসেছিল জমজমাট ড্রয়ের আসর। সেখানে দুই গ্রুপের দল লটারির মাধ্যমে বেছে নিলেন বাংলার তারকা প্রাক্তন ফুটবলাররা। এদিন অনুষ্ঠানের শুরু হল ভারতীয় জাতীয় ফুটবল দলের ডিরেক্টর সুব্রত পালকে সম্মানের মাধ্যমে। তার হাতেই উদ্বোধন হল ড্র। শুরুতেই তিনি তুলে নিলেন গ্রুপ এ-এর প্রথম দল হিসেবে ইস্টবেঙ্গল ও গ্রুপ বি-র প্রথম দল হিসেবে ডায়মন্ড হারবারকে।


এর পর একে একে কলকাতা প্রিমিয়ার লিগের ২টি দলকে ভাগ করা হল দুই গ্রুপে। প্রতিবারই দল বেছে নিলেন প্রাক্তন ফুটবলাররা। সেই দলে যেমন ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়দের মতো ৬০-৭০-এর দশকের ফুটবলাররা তেমনই ছিলেন ৯০-এর দশকের দীপেন্দু বিশ্বাস, মেহেতাব হোসেন, অালভিটো ডিকুনহা, রহিম নবিরা। ছিলেন প্রিমিয়ার লিগ খেলা দলের কর্মকর্তা থেকে আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত-সহ বাংলার ফুটবল নিয়ামক সংস্থার কর্তারা।

তবে এদিন ড্রয়ের আসরে দেখা গেল না মোহনবাগান, সাদার্ন সমিতি-সহ বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তাদের।

দেখে নিন কোন গ্ৰুপে কোন দল-

গ্রুপ এ: ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মেসারার্স ক্লাব, কালিঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ, কলকাতা কাস্টমস, কালিঘাট এমএস, পাঠচক্র, আর্মি রেড, পুলিশ এসি

গ্রুপ বি: ডায়মন্ড হারবার, মহমেডান এসসি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কলকাতা পুলিশ, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর ক্লাব, রেইনবো এসি, এরিয়ান ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি, পিয়ারলেস এসি

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle