বুধবার মারগাওতে তাজিকিস্তানের এফসি ইস্তিকলোলের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের শুরুর কয়েক সেকেন্ডে এফসি গোয়ার খেলোয়াড়রা ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) অনিশ্চয়তাকে তুলে ধরতে একটি প্রতীকী বার্তা হিসেবে খেলা থামিয়ে দেন। এফসি গোয়া, যারা ইতিমধ্যেই পরবর্তী রাউন্ড থেকে ছিটকে গিয়েছে, তারা ম্যাচটি ১-২ গোলে হেরে ছয় ম্যাচে ছয়টি পরাজয় নিয়ে তাদের অভিযান শেষ করে।
গোয়ান ক্লাবটি তাদের ‘এক্স’ পেজে সেই অভিনব বার্তার ছবি দিয়ে লিখেছে, “আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচের শুরুতে, এফসি গোয়ার খেলোয়াড়রা ভারতীয় ফুটবলকে বর্তমানে প্রভাবিত করা অনিশ্চয়তাকে তুলে ধরতে একটি প্রতীকী বার্তা হিসেবে প্রথম কয়েক সেকেন্ডের জন্য খেলা সাময়িক থামিয়ে দিয়েছিলেন।”
“এই পদক্ষেপটি সম্পূর্ণরূপে ঘরোয়া ফুটবল ইকোসিস্টেমের মুখোমুখি হওয়া বৃহত্তর চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে ছিল। এটি আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলোল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর বিরুদ্ধে কোনও বার্তা ছিল না, যাদের সবাইকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি,” লেখা হয় এক্স হ্যান্ডলে।
এই অঙ্গভঙ্গিতে প্রতিযোগিতা বা এর অংশীদারদের বিরুদ্ধে কোনও প্রতিবাদের বিষয় ছিল না এবং এটি কোনও অপরাধ বা ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্য ছাড়াই সদিচ্ছার সাথে করা হয়েছিল,” জানানো হয় ক্লাবের তরফে।
আইএসএল-এর আয়োজক এফএসডিএল জুলাই মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) তাদের বক্তব্য পরিষ্কার করে জানানোর পর ভারতীয় ঘরোয়া ফুটবল রীতিমতো বিপদের মধ্যে পড়ে যায়, যা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি এআইএফএফ। ১৫ বছরের মাস্টার রাইটস চুক্তির নবিকরণ নিয়ে স্পষ্টতার অভাবেই এফএসডিএল দেশের শীর্ষ লিগ থেকে সরে দাঁড়ায়। আর তাতেই বিপদে পড়ে যায় ভারতীয় ফুটবল।
সম্প্রতি সব আইএসএল ক্লাব একত্রিত হয়ে আইএসএল আয়োজনের দাবি জানিয়েছে। তাদের তরফে ফেডারেশনের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে ক্লাব জোটের সব দাবি মেনে নেয়নি ফেডারেশন। পুরো বিষয়টিকে এক প্লেটে আনতে গঠিত হয়েছে তিন সদস্যের কমিট, যেখানে রাজ্য সংস্থা, ফেডারেশন ও ক্লাব জোটের প্রতিনিধিরা রয়েছেন। তবে এখনও এটা নিশ্চিত নয়, কবে শুরু হতে পারে আইএসএল, বা আদৌ হবে কিনা?
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
