অঘটনের রবিবার হার জার্মানির, ড্র ব্রাজিলের, জিতল মেক্সিকো

অঘটনের রবিবাররবিবারের তিন দেশের তিন গোলদাতা

জাস্ট দুনিয়া ব্যুরো: অঘটনের রবিবার । বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। আর যাদের সাত গোল দিয়ে ফাইনালে পৌঁছেছিল জার্মানি সেই ব্রাজিলও শুরুতে এগিয়ে গিয়েও আটকে গেল সুইৎজারল্যান্ডের কাছে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে কোস্তারিকাকে ১-০ গোলে হারিয়ে দিল সার্বিয়া। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করলেন কোলরোভ। আগের রাতে নাইজিরিয়াকে হারিয়ে চমক দিয়েছে ক্রোয়েশিয়া। ২-০ গোলে জয়ের ম্যাচে গোলগুলি করেন এতেবো ও মদরিচ।

 মেসির পেনাল্টি মিস। বিশ্বকাপ শুরুটা ভাল হল না

মেক্সিকোর গোলের বলটি ৩৫ মিনিটে বাড়িয়েছিলেন হার্নান্দেজ। তাঁর মাঝ মাঠ থেকে বল নিয়ে দৌঁড়ই ছিটকে দিয়েছিল জার্মান রক্ষণকে। আর শেষ মুহূর্তে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা লোজানোকে বল বাড়ালেন জার্মান রক্ষণের মাথার উপর দিয়ে। সেই চলতি বলেই গোলে শট নিলেন লোজানো। চোট সারিয়ে ফেরা ন্যুয়ারের রিফ্লেকসন ঠিক থাকলে আটকে দিতে পারতেন গোলের বল কিন্তু তিনি ঝাঁপালেও বলের নাগাল পাননি। সেই যে গোল হল আর পুরো ম্যাচে কোনও গোল এল না। শেষ পর্যন্ত ১-০ গোলে জার্মানিকে হারিয়ে অঘটন ঘটাল মেক্সিকো।

কুটিনহোর গোলেরর পর ব্রাজিল শিবিরে উচ্ছ্বাস।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল। ছিল জার্মানদের প্রতিপক্ষের বক্সের কাছে পৌঁছে যাওয়া। কিন্তু অগোছালো ফুটবল আর ফিনিশিংয়ের অভাব ডোবাল জার্মানদের। বরং মেক্সিকোর খেলা অনেকটাই মুগ্ধ করল। যদিও বল পজেশনে অনেকটাই এগিয়ে থাকল জার্মানি। শুধু গোলটাই করা হল না। ৩৫ মিনিটের একটা গোলেই হেরে বসল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লুঝনিকিতে জার্মানির শুরুটা হার দিয়েই হল। যেখানে শেষ করেছিল সেখান থেকে আর ফেরা হল না। সেমিফাইনালে ব্রাজিলকে সাত গোল। ফাইনালে আর্জেন্তিনাকে মাত দিয়ে চ্যাম্পিয়ন হওয়া জার্মানি রাশিয়া বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। সব পজিশনেই কিছুটা অগোছালো দেখাল জার্মানিকে। সেখানে অনেক বেশি অর্গানাইজ মেক্সিকো। জার্মানির বিরুদ্ধে মেক্সিকো পুরো ম্যাচটাই খেলল কাউন্টার অ্যাটাকে।

মেক্সিকোর গোলের পর লোজানোর উৎসব।

দিনের শেষ ম্যাচে ব্রাজিলের ঘুরে দাড়াঁনোর কথা ছিল কিন্তু শুরুটা করেও শেষটা দখলে রাখতে ব্যর্থ ব্রাজিল। চোট সারিয়ে দীর্ঘদিন পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন নেইমার জুনিয়র। কিন্তু এ দিন খানিকটা গুটিয়েই থাকলেন। ভাগ্যিস শুরুতে গোল করে এগিয়ে দিয়েছিলেন কুটিনহো। দুরন্ত গোল। ২০ মিনিটে বক্সের কোনায় বল পেয়ে উঁচু করে গোলে শট নিয়েছিলন কুটিনহো। ক্রসবার আর পোস্টের কোনা দিয়ে বল জড়িয়ে যায় জালে। গোলকিপার ঝাঁপলেও বলের নাগাল পাননি। কুটিনহোর গোলের সঙ্গে রোস্তোভ এরিনায় উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটল।

ব্রাজিলের বিরুদ্ধে সুইৎজারল্যান্ডের গোল।

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সুইৎজারল্যান্ড। শাকিরির পাওয়ারফুল ক্রস থেকে ছ’গজ বক্সের মধ্যে আনমার্ক অবস্থায় থাকা জুবের যে গোল করে দিয়ে চলে যাবে তা হয়ত সুইৎজারল্যান্ড শিবিরও ভাবতে পারেনি। শেষ পর্যন্ত যা চেষ্টা করল সেটা কুটিনহোই। ৮৭ মিনিটে নেইমার প্রায় নিশ্চিত সুযোগ নষ্ট করলেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হল ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচ। আর্জেন্তিনার পর আটকে গেল ব্রাজিল।

ছবি: ফিফা বিশ্বকাপ টুইটার