জাস্ট দুনিয়া ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গেল FIFA World Cup 2022 -র। এদিনই ঘোষণা হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ ও সূচি। আগামী ২১ নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচ। মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। ফাইনাল ১৮ ডিসেম্বর। সাধারণত বিশ্বকাপ হয়ে থাকে মে-জুন মাসে। কিন্তু কাতারের গরমের কথা ভেবে এবার সেটাই হতে চলেছে নভেম্বর-ডিসেম্বরে। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর সব ম্যাচ মাঝরাতে হচ্ছে না। কিছু ম্যাচ দেখা যাবে দুপুরেও। আর যে দুটো দেশ নিয়ে ভারতীয় ফুটবল সমর্থকরা দু’ভাগ হয়ে যায় তাঁদের একটি আর্জেন্তিনা নামছে বিশ্বকাপের দ্বিতীয় দিনই ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব। অন্য দিকে ব্রাজিল নামছে ২৪ নভেম্বর। প্রথম প্রতিপক্ষ সার্বিয়া। জেনে নিন কে রয়েছে কোন গ্রুপে আর কবেই বা খেলা—
The #FIFAWorldCup groups are set 🤩
We can’t wait! 🏆#FinalDraw pic.twitter.com/uaDfdIvbaZ
— FIFA World Cup (@FIFAWorldCup) April 1, 2022
The #FIFAWorldCup Match Schedule is now available 🎉🤩
👇 Check it out 👇
— FIFA World Cup (@FIFAWorldCup) April 2, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)