জাস্ট দুনিয়া ডেস্ক: অবসর ঘোষণা করে দিলেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে (Gerard Pique)। বৃহস্পতিবারই একটি ভিডিও পোস্ট করে সে কথা জানান তিনি। শনিবার ক্যাম্প ন্যু-তে আলমেরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে চলেছেন তিনি। তিনি বলেন, ‘‘শনিবারের ম্যাচ আমার ক্যাম্প ন্যু-তে শেষ ম্যাচ।’’ বার্সার এই ডিফেন্ডারের ঝুলিতে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের হয়ে, স্পেনের হয়ে ২০১০-এর বিশ্বকাপ ও ২০১২-র ইউরো কাপ।
তিনি আরও বলেন, ‘‘আমি আপনাদের বলতে চাই আমার জার্নির শেষের মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি।’’ তাঁর সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তাঁর ছোটবেলা।
দেখুন সেই ভিডিও। শুনুন কী বলছেন জেরার্ড পিকে—
Culers, us he de dir una cosa. pic.twitter.com/k3V919pm1T
— Gerard Piqué (@3gerardpique) November 3, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google