ভারতীয় ফুটবলের টালবাহনা আপাতত সাময়িক স্থগিত হয়েছে। সুপ্রিম কোর্ট বার্তা দিয়ে দিয়েছে কল্যাণ চৌবে পরিচালিত প্রশাসন কমিটি আরও একবছর নিশ্চিতে ভারতীয় ফুটবলের দায়িত্ব সামলাবে। তার পর থেকেই Super Cup 2025 নিয়ে চড়েচড়ে বসেছে ফেডারেশন। মরসুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার পালা সুপার কাপের। সেটাই আটকে ছিল বিভিন্ন সমস্যার জালে। যা আপাতত সমাধান হচ্ছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না ফেডারেশন। কারণ গত কয়েকবছর সুপার কাপ আয়োজনের দায়িত্ব ছিল ওড়িশার উপর। এবার আর তারা নেই। তবে শেষ পর্যন্ত গোয়া দায়িত্ব নিতে চলেছে বলেই খবর।
২৫ অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ। ওড়িশা এফসি ছাড়া ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে। আইএসএল ক্লাবগুলির সঙ্গে চারটি আই-লিগ দল ইন্টার কাশি, রিয়েল কাশ্মীর, গোকুলাম কেরালা এফসি এবং রাজস্থান ইউনাইটেডও অংশ নেবে। টুর্নামেন্টের ড্র আগামী বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সুপার কাপ সাধারণত মরসুমের শেষ টুর্নামেন্ট হলেও বিদ্যমান পরিস্থিতির কারণে, এবার এটিই মরসুমের উদ্বোধনী টুর্নামেন্ট হতে চলেছে।
এআইএফএফ ক্লাবগুলিকে জানিয়েছে যে সুপার কাপের বিজয়ী দলকে ২০২৬-২৭ মরসুমের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লে-অফ স্থান প্রদান করা হবে। কিন্তু বিজয়ী দলের ২০২৬-২৭ মরসুমের জন্য প্রাসঙ্গিক ইন্ডিয়ান ক্লাব লাইসেন্সিং রেগুলেশনের অধীনে প্রিমিয়ার ১ লাইসেন্স থাকতে হবে।
এফসি গোয়া এই মরসুমে এসিএল-২ প্লে-অফে এবং পরবর্তীতে গ্রুপ পর্বে সুপার কাপ ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন হিসেবে স্থান করে নিয়েছে।
এআইএফএফ আগেই বলেছে যে এসিএল-২ প্লে-অফে অংশগ্রহণকারী কোনও ভারতীয় ক্লাব যদি যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ (ACGL)-এর গ্রুপ পর্বে প্রবেশ করবে, যা মহাদেশের ক্লাব প্রতিযোগিতার তৃতীয় স্তর (এসিএল-২-এর এক স্তর নিচে)। এই ব্যবস্থা ভারতীয় ক্লাবগুলির জন্য মহাদেশীয় অংশগ্রহণ অব্যাহত রাখবে, এমনকি এসিএল-২ প্লে-অফ পর্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও।
এআইএফএফ এবং লিগ আয়োজক, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর মধ্যে মাস্টার রাইটস চুক্তি (MRA) পুনর্নবীকরণের সঙ্গে সম্পর্কিত অমীমাংসিত সমস্যার কারণে ISL স্থগিত রাখার পর ভারতীয় ঘরোয়া ফুটবল অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। আইএসএল নিয়ে এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত হয়নি।
তবে, সুপ্রিম কোর্ট সম্প্রতি এআইএফএফ-এর নতুন সংবিধান অনুমোদন করার সঙ্গে সঙ্গে আগামী সময়ে বিষয়গুলি আরও স্পষ্ট হতে চলেছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google