জাস্ট দুনিয়া ডেস্ক: বিদায় জার্মানি, অঘটনের বিশ্বকাপে সব থেকে বড় ঘটনাটার সাক্ষী থাকল লেনিনের দেশ। রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল গত বারের চ্যাম্পিয়ন দল জার্মানি। বুধবার অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি।
গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচে জার্মানির হারের নেপথ্যে দক্ষিণ কোরিয়ায় দু’টি গোলের যত না অবদান রয়েছে, তার থেকে অনেক বেশি অবদান রয়েছে এশীয় দেশটির তরুণ গোলরক্ষক চোয়ের। বলা ভাল তাঁর বিশ্বস্ত হাতের কাছেই পরাজিত হতে হল জার্মানিকে। এই ম্যাচে হারের ফলে আরও এক কলঙ্কের রেকর্ড গড়ল জার্মানি।
এই প্রথম বিশ্বকাপে তারা হারল দক্ষিণ কোরিয়ার কাছে। পাশাপাশি ১৯৩৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল পর্ব থেকেই বিদায় নিল জার্মানি। চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ায় হতবাগ ফুটবল বিশ্ব।
রোনাল্ডো ছিলেনই, ফিরলেন নেইমার, মেসি এখনও নয়
অন্য দিকে, এই গ্রুপেরই অপর খেলায় মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নিল সুইডেন। বিশ্বকাপ শুরুর আগে জালটন ইব্রাহিমোভিচকে দলে না রাখায় তীব্র বিতর্ক হয়েছিল সুইডেনের কোচকে নিয়ে। বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে দলকে নিয়ে গিয়ে তিনি প্রমাণ করে দিলেন তাঁর দল সাজানোয় কোনও ভুল ছিল না। এই ম্যাচে হারলেও প্রথম দুই ম্যাচে জেতার ফলে শেষ ষোলোয় নিজেদের জায়গা করে নিল মেক্সিকো। পরের রাউন্ডের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো।
মেসি, তোমার জন্য কষ্ট হয়। মেসি…
এই একই দিনে গ্রুপ ‘ই’ এর শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছে গেল ব্রাজিল। সার্বিয়াকে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় নেইমারের দল। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২ জুলাই সামারা এরিনায় মুখোমুখি হবে ব্রাজিল।
বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে দলকে নিয়ে গিয়ে তিনি প্রমাণ করে দিলেন তাঁর দল সাজানোয় কোনও ভুল ছিল না। এই ম্যাচে হারলেও প্রথম দুই ম্যাচে জেতার ফলে শেষ ষোলোয় নিজেদের জায়গা করে নিল মেক্সিকো। পরের রাউন্ডের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো।
অন্য দিকে, এই একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছল সুইজ্যারল্যান্ড। কোস্টারিকার বিরুদ্ধে এগিয়ে গেয়েও ম্যাচ ড্র রেখে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছল ইউরোপের এই দেশটি। শেষ ষোলোর ম্যাচে ইউরোপের এই দেশটি সম্মুখীন হবে সুইডেনের।