হার্দিক-লোকেশ মুক্ত হলেন নির্বাসন থেকে, মুখ পুড়ল বিসিসিআই ও সিওএ-র

হার্দিক-লোকেশ

জাস্ট দুনিয়া ডেস্ক: হার্দিক-লোকেশ এ বার নির্বাসন মুক্ত, রাতারাতি সব তুলে নিল সিওএ-বিসিসিআই। বিসিসিআই আর সিওএ নিজেদের মুখ পুড়িয়েই আপাতত সাময়িক নির্বাসন তোলা হল বলে বিষয়টিকে এড়িয়ে গেল। কিন্তু সম্মানটা কোথায় থাকল এই দুই বিশেষজ্ঞদের। প্রশ্ন তুলতে শুরু করেছিলেন দেশের সেরা সেরা ক্রিকেটাররা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর রাহুল দ্রাবিড়ও মুখ খুলেছিলেন হার্দিক পাণ্ড্যে আর লোকেশ রাহুলের নির্বাসন নিয়ে। দু’জনেই এই নির্বাসনের বিপক্ষে কথা বলেছিলেন। তার পরই কী নরম হলেন তাবড় তাবড় সব কর্তারা? না হলে রাতারাতি উঠে গেল দু’জনের নির্বাসন?

মুম্বইয়ের পরিচালক করন জোহরের শো ‘কফি উইথ করন’এ গিয়েছিলেন দুই ক্রিকেটার। সেই এপিসোড টেলিকাস্ট হয় যখন দুই ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরে ছিলেন। ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে। সেই অনুষ্ঠানে হার্দিক ও লোকেশ মহিলাদের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি মন্তব্য করেন বেশ কিছু। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাময়িক বিতর্ক শুরু হয়।

বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন হার্দিক পাণ্ড্যে। আমরাই প্রশ্ন তুলেছিলাম ঠিক করছে কি বিসিসিআই ও সিওএ? নষ্ট করে দিচ্ছে না তো দুই ক্রিকেটারের ভবিষ্যৎ? হরভজন সিং ছাড়া আর কেউই বিসিসিআই-এর পক্ষে মুখ খোলেননি। অনেক বড় মন্তব্য করেছিলেন হরভজন। তিনি বলেছিলেন, ‘‘আমার মেয়ে-বৌয়ের ধারে পাশে ওরা থাকুক এটা সহ্য হবে না।’’ তাঁরই বা সম্মানটা কোথায় গেল?

বিসিসিআই কি ঠিক করছে হার্দিক-লোকেশের সঙ্গে?

হার্দিক সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার পর হঠাৎই নড়েচড়ে বসেন সিওএ প্রধান বিনোদ রাই। তাঁকে সমর্থন করেন সিএও সদস্য জায়না এডুলজি। বিসিসিআই ক্রিকেটারদের শিক্ষা দিতে উঠে পড়ে লাগে। বিনোদ রাই দুই ক্রিকেটারকে দুই ম্যাচ নির্বাসনের কথা বলেন। তাঁকে ছাপিয়ে ডায়না এডুলজি তদন্তের প্রশ্ন তুলে যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন নির্বাসিত করে রাখার পক্ষে সওয়াল করেন। তাতে সম্মতি দেয় বিসিসিআইও।

নির্বাসিত করে দুই ক্রিকেটারকে সিরিজের মাঝেই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফিরিয়ে নিয়ে গিয়ে কী হল? রাহুল জোহুরি দুই ক্রিকেটারকে একটা করে ফোন করে কথা বলেছিলেন। তার পর তদন্ত কমিটি গঠন হওয়ার কথা ছিল। কিন্তু এতদিনে কিছুই হয়নি। নিজেদের গৃহবন্দী করে ফেলেছিলেন ক্রিকেটাররা। লজ্জায় কারও সঙ্গে কথা বলতেন না, বেরতেন না বাড়ির বাইরেও। শেষ পর্যন্ত সাময়িক নির্বাসন তুলে নেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই।

শোনা যাচ্ছে নিউজিল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পাণ্ড্যে। নিউজিল্যান্ডে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিরাট কোহলিও জানিয়েছিলেন, হার্দিক না থাকায় তাঁর দল নির্বাচনে কতটা সমস্যা হয়েছে।

সব মিলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল বিসিসিআই ও সিওএ। তারই ফল এই নির্বাসন তুলে নেওয়া। এবং এই ঘটনার তদন্ত কমিটি গঠন করে উঠতে না পারার কারন তদন্ত করার কিছু নেই এখানে। যে ভাবে বিসিসিআই-এর লিগ্যাল সেল এই বিষয়ে দোষ দেখেনি তেমনই হয়তো লিগ্যাল কমিটি গঠন করার জন্য কাউকে পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত বেশ কয়েকটা দিন দুই ক্রিকেটারের জীবনকে সমস্যায় ঠেলে দিয়ে আবার ফেরৎ আসার রাস্তা তৈরি করে দিল। যাক খুব বেশি সময় নষ্ট করেননি এই কর্তারা।

(খেলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)