জাস্ট দুনিয়া ডেস্ক: ৫ কোটির ঘড়ি কিনে দুবাই থেকে দেশে ফিরে বিমান বন্দরেই আটকানো হল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যেকে। রবিবার দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি। মুম্বই বিমান বন্দরে তাঁকে আটকানো হয়। দাবি করা হয় তাঁর কাছে দুটো ৫ কোটি টাকার হাত ঘড়ি পাওয়া গিয়েছে। যা বাজেয়াপ্ত করা হয়েছে। এএনআই-এর খবর অনুযায়ী, রবিবার রাতে হার্দিকের থেকে দুটো ঘড়ি বাজেয়াপ্ত করে কাস্টম বিভাগ। অভিযোগ তাঁর কাছে ঘড়ির বিল ছিল না। এর পরই হার্দিক পাণ্ড্যে সব অভিযোগ অস্বীকার করে একটি টুইট করেন। সেখানে তিনি জানান, তিনি নিজেই যেঁচে কাস্টম কাউন্টারে গিয়ে তাঁর দুবাই থেকে আনা সব জিনিসের তথ্য দেন।
তিনি লেখেন, ‘‘আমি নিজেই মুম্বই বিমান বন্দরের কাস্টম কাউন্টারে যাই এবং যা যা আমি নিয়ে এসেছি তা জানাই এবং যা কাস্টম ডিউটি লাগবে সেটা দেওয়ার কথা বলি। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়েছে আমি সেটা পরি্ষ্কার করতে চাই। আইন মেনেই যে আমি জিনিস কিনেছি সেটাই আমি কাউন্টারে নিজে গিয়ে জানাই। এবং তার জন্য যে বাড়তি ডিউটি লাগবে সেটা দিতেও প্রস্তুত ছিলাম। আসল বিষয় হচ্ছে কাস্টম বিভাগ আমার কেনা জিনিসের সব নথি দেখতে চায় যা জমা দিয়েছি। তার পরও কাস্টম বিভাগ ডিউটির মূল্য নির্ধারিত করে দিলে আমি তা দিতে রাজি।’’
ঘড়ির মূল্য নিয়েও যে ভুল তথ্য ছড়াচ্ছে তাও পরিষ্কার করে দিয়েছেন হার্দিক। তিনি লেখেন, ‘‘ঘড়ির মূল্য মোটামুটি ১.৫ কোটি ৫ কোটি নয় যা রটনা চলছে সোশ্যাল মিডিয়ায়। আমি দেশের আইন মেনে চলা নাগরিক এবং আমি সম্মান করি দেশের সব সরকারি সংস্থাকে। আমি মুম্বই কাস্টমের তরফে সব রকমের সাহায্য পেয়েছি এবং আমি আমার সম্পূর্ণ সাহায্যের কথা দিয়েছি। এবং যা নথি চাই তাদের সে সব দিয়েছি বিষয়টি পরিষ্কার করার জন্য। আমার বিরুদ্ধে যে আইড় ভাঙার অভিযোগ উঠছে তা পুরোটাই ভিত্তিহীন।’’
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
টি২০ বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে দুবাইতে ছিলেন হার্দিক পাণ্ড্যেও। যদিও ভারত বিশ্বকাপের লিগ পর্ব থেকেই ছিটকে যায়। সেখান থেকেই দেশ ফেরেন হার্দিক। দলে ছিলেন তাঁর ভাই ক্রুনাল পাণ্ড্যেও। খবর তাঁকেও মুম্বই বিমান বন্দরে আটকানো হয়। তাঁর দিকে সন্দেহের তীর তিনি গত বছর সোনা ও বেশ কিছু মূল্যবাণ জিনিস নিয়ে এসেছিলেন যার কোনও নথি জমা দেওয়া হয়নি।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)