বাংলাদেশকে হারিয়ে Asia cup 2025 Final-এ সূর্যকুমারের ভারত

Asia Cup 2025 trophy

ক্যাচ মিসের ধারা ধরে রেখেই বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2025 Final) পৌঁছে গেল ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ক্যাচ মিসের নজির গড়েছিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধেও পিছিয়ে থাকল না। তবে সেদিনও জয় এসেছিল, এদিনও জয় এল। বুধবার দুবাইয়ে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮-৬-এ থামে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দলের ভালো বোলিংয়ের মর্যাদা রাখতে পারেনি বাংলাদেশ। ভারতীয় বোলারদের দাপটে তিন বল বাকি থাকতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪১ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত ভারতের।

যদিও ক্যাচ মিসের পিছনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটকেই দায়ী করছিলেন ধারাভায্যকররা। তাঁদের মতে, আলোর তেজ সম্ভবত পর্যাপ্ত না থাকায় বেশি উঁচুতে ওঠা বল দেখতে সমস্যা হচ্ছে ফিল্ডারদের। এদিনও গুনে গুনে তিনটি ক্যাচ ফেললেন শিভম দুবে, সঞ্জু স্যামসন আর অভিষেক যাদব। যদিও তার আগে ব্যাট হাতে তাঁর চেনা ছন্দ আবার দেখা গিয়েছে এসিয়া কাপের আসরে। ৩৭ বলে ছ‘টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। ২৫ বলে হাঁকান হাফসেঞ্চুরি সঙ্গে এশিয়া কাপের একটি মরসুমে সর্বোচ্চ ছক্কা (১৬) হাকানোর রেকর্ড করে ফেলেন তিনি। এখনও আরও একটি ম্যাচ পড়ে রয়েছে।


আর এক ওপেনার শুভমান গিল ২৯ রানে ফেরেন প্যাভেলিয়নে। এর পর তিন ও চার নম্বরে নেমে শিভম দুবে ২ ও সূর্যকুমার যাদব ৫ রান করে আউট হয়ে যান। শেষে কিছুটা খেলা ধরেন হার্দিক পাণ্ড্যে। শেষ বলে আউট হন তিনি ৩৮ রান করে। তার আগে ৫ রানে ফিরে গিয়েছেন তিলক ভর্মা। ১০ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেস। নির্ধারিত ওভারে ভারত থামে ৬ উইকেটে ১৬৮ রানে। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন রিশাদ হোসেন ও একটি করে উইকেট নেন তানজিম হাসান, সৃমুস্তাফিজুর রহমান ও মহম্মদ সইফুদ্দিন। এদিন তাঁর এই এক উইকেটের সঙ্গেই বাংলাদেশের হয়ে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন মুস্তাফিজুর।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনার সঈফ হাসান দীর্ঘসময় ক্রিজে টিকে থাকার লড়াই চালিয়ে যান। পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে আর কেউই ভরসা দেওয়ার মতো রানে পৌঁছতে পারেননি। তানজিদ হাসান ১, পারভেজ হোসেন ২১, তৌহিদ হৃদয় ৭, শামিম হোসেন ০, জাকের আলি ৪, মহম্মদ সইফুদ্দিন ৪, রিশাদ হোসেন ২, তানজিম হাসান ০ ও মুস্তাফিজুর রহমান ৬ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন নাসুম আহমেদ। ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদব, দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্থী ও একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও তিলক ভর্মা।

ভারতীয় দল: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্থী

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle