Asia Cup 2025 চ্যাম্পিয়ন ভারত, কুলদীপের বল আর তিলকের ব্যাটে পাকিস্তান বধ

Asia Cup 2025ছবি—বিসিসিআই এক্স

একটা অনবদ্য লড়াইয়েই শেষ হয়ে গেল পাকিস্তানের সব প্রচেষ্টা। না হলে পুরো ম্যাচের বেশিরভাগ সময়ই মনে হয়েছে, এই ম্যাচ হয়তো হেরে যাবে ভারত। কিন্তু কথায় আছে শেষ বল পর্যন্ত ম্যাচের ভাগ্য বলা কঠিন। আর এই ম্যাচ তারই সব থেকে বড় প্রমান। রবিবার এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ভারত ও পাকিস্তান  ফাইনালে মুখোমুখি হয়। আর ইতিহাস ঘাটলে দেখা যাবে, কোনও একটি টুর্নামেন্টের এক মরসুমে এটাই হয়তো প্রথম যখন তিনবার একে অপরের বিরুদ্ধে খেলল এই দুই দেশ। তার কিছুটা অবশ্যই আরোপিত। প্রায় জোড় করেই ভারত-পাকিস্তানকে এই টুর্নামেন্টে প্রথম দু’বার খেলানো হয়েছিল। প্রথমটা এক গ্রুপে রেখে, যেটা তাও মেনে নেওয়া যায় কিন্তু সুপার ফোরে যে নিয়মে দুই দেশকে খেলানো হল তা অস্বাভাবিক তো বটেই। তবে এটাই সুখবর, তিনবারই পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। আর সবার শেষে ফাইনাল। দুই বল বাকি থাকতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে  Asia Cup 2025 চ্যাম্পিয়ন ভারত।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন শুরু থেকেই চাপে ছিল ভারত। কারণ ম্যাচের আগে চোটের জন্য ছিটকে যান দলের সব থেকে অভিজ্ঞ প্লেয়ার হার্দিক পাণ্ড্যে। এদিন ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তনও হয়। এশিয়া কাপ দলের প্রথম একাদশে প্রথম জায়গা করে নেন রিঙ্কু সিং। কিছুদিন আগে রিঙ্কু ব্রকাস্টারদের জানিয়েছিলেন, তিনি এশিয়া কাপের উইনিং রান নিতে চান। অস্বাভাবিক হলেও সত্যি, পুরো টুর্নামেন্টে এক ম্যাচে মাত্র এক বল খেলার সুযোগ পেয়েও উইনিং রান নেন তিনিই। ১ বলে চার রান করে অপরাজিত থাকেন তিনি।


শুধু কি রিঙ্কু? একই রকম প্রতিজ্ঞা করেছিলেন তিলক ভর্মাও। তিনি লিখেছিলেন, এশিয়া কাপ ফাইনালের মঞ্চে তিনি রান করতে চান। আর এদিন ভারতের জয়ের একমাত্র কারিগর তিনিই। তিনিই এশিয়া কাপ ২০২৫ ফাইনালের হিরো। রান করলেন, দলকে জয় এনে দিলেন। অভিষেক শর্মা লিখেছিলেন, অপরাজিত তকমা ধরে রেখেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে চান তিনি। ব্যাটে রান না এলেও তাঁর এই স্বপ্ন পূরণ হয়েছে এদিন। ভারতীয় দলের ক্রিকেটাররা যা যা মেনিফেস্টেশন করেছিলেন সব যেন এক এক করে ফলে গেল।

পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রান করে। দলের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ৫৭ ওফখর জামান ৪৬ রান করে আউট হওয়ার পর  তিন নম্বরে নেমে সাইম আয়ুব ১৪ রান করেন। বাকি আর কেউ দুই অক্ষরের রানে পৌঁছতে পারেননি। তার মধ্যে তিন জন কোনও রান না করেই ফিরে যান। যে গতিতে শুরু করেছিল পাকিস্তান তা শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়। ভারতের হয়ে চার উইকেট তুলে নেন কুলদীপ যাদব। দুটো করে উইকেট নেন বরুণ চক্রবর্থী, যশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল। জবাবে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। তবে ভারতের এই জয় সহজে আসেনি। একটা সময় মনে হচ্ছিল হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে যখন পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত।

ভারতের প্রথম তিন ব্যাটার অভিষেক শর্মা ৫, শুভমান গিল ১২ ও সূর্যকুমার যাদব ১ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন তিলক ভর্মা। ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত সঞ্জু স্যামসন (২৪) ও তিলক ভর্মার (৩৩)। আর সবার শেষে এসে নিজের স্বপ্ন পূরণ করে যান রিঙ্কু। ৪ রান করে অপরাজিত থাকেন তিনি। যখন তিন বলে ভারতের দরকার ছিল ১ রান তখন বাউন্ডারি হাঁকিয়ে খেলা শেষ করে দেন রিঙ্কু। পুরো টুর্নামেন্টে মাত্র একটি বল খেলা রিঙ্কুর নাম লেখা থাকবে এশিয়া কাপের ইতিহাসে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle