কলম্বোতে অনুষ্ঠিত ২০২৫ মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) সব থেকে উত্তেজক ম্যাচে ভারত ৮৮ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দুই দলের মুখোমুখির হিসেব ১২-০-তে নিয়ে গেল। বিতর্কীত টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ২৪৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তানের জন্য। কিন্তু সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতীয় বোলারদের মধ্যে ক্রান্তি গৌড় ছিলেন এদিনের সেরা বোলার, তিনি তিন উইকেট নেন মাত্র ২০ রান দিয়ে। ব্যাট হাতে হার্লিন দেওলের ৪৬ এবং রিচা ঘোষের ২০ বলে ৩৫ রান ভারতকে সম্মানজনক স্কোর এনে দেয়। ম্যাচ চলাকালীন বিতর্ক শুরু হয় যখন পাকিস্তানের ওপেনার মুনিবা আলি অদ্ভুতভাবে রান আউট হন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হঠাৎ করেই ব্যাটসম্যানদের (পোকার আক্রমণ) সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ভারতের ইনিংসে দু’বার ম্যাচ বন্ধ রাখতে হয়। টসের সময় ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা হাত মেলাননি, যা দুই দলের মধ্যের দুরত্ব বজায় রাখতে সাহায্য করে। এতটাই ঘটনাবহুল ছিল এই ম্যাচ।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মন্ধনা ৩২ রান করে আউট হয়ে যান। আর এক ওপেনার প্রতিকা রাওয়ালও ৩১ রান করে ফেরেন। এর পর হার্লিন দেওয়ল ৪৬ ও হরমনপ্রীত ১৯ রান করে কিছুটা ভরসা দেন ভারতের ইনিংসকে। জেমিমা রডরিগেজ ৩২, দীপ্তি শর্মা ২৫, স্নেহ রানা ২০ শ্রী চরণী ১, ক্রান্তি গৌর ৮ ও রেনুকা সিং কোনও রান না করেই ফেরেন প্যাভেলিয়নে। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন দিয়ানা বেগ। দুটো করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফতিমা সানা। একটি করে উইকেট নেন রামিন শামিম ও নাশরা সান্ধু।
২৪৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দুই ওপেনার মুনিবা আলি ও সাদাফ শামাস ২ ও ৬ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। এর পর ৮১ রান করে পাকিস্তানকে ভরসা দেন সিদরা আমিন। এর পর আলিয়া রিয়াজ ২, নাতালিয়া ৩৩, ফতিমা সানা ২, সিদরা নওয়াজ ১৪, রামিন শামিম ০, দিয়ানা বেগ ৯, সাদিয়া ইকবাল ০ রানে ফিরতেই জয় তুলে নেয় ভারত। ২ রানে অপরাজিত থাকেন নাশরা সান্ধু। ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ভারতের হয়ে বল হাতে ক্রান্তি গৌর ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ম্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন দীপ্তি শর্মা ও ২ উইকেট স্নেহ রানার।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google